I-PAC: ২০২৪-এ তৃণমূলের ‘জনগণের গর্জন’ প্রচার পেলো আন্তর্জাতিক পুরস্কার

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৩:০৭: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে আয়োজিত “জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন” নামক অভিনব প্রচারাভিযান এবার পৌঁছে গেল আন্তর্জাতিক মঞ্চে। রাজনৈতিক কৌশল সংস্থা আই-প্যাক (I-PAC) এই ক্যাম্পেইনের জন্য বিশ্বের অন্যতম বড় রাজনৈতিক কমিউনিকেশন পুরস্কার – পোলারিস আওয়ার্ডসে (Polaris Awards) রুপো জিতেছে।
কী এই পোলারিস পুরস্কার?
প্রতিবছর বিশ্বের সেরা রাজনৈতিক কৌশল, ডিজিটাল ক্যাম্পেইন, ভোটার এনগেজমেন্ট, কনটেন্ট নির্মাণ ও নির্বাচনী প্রযুক্তি ব্যবহারের স্বীকৃতিতে পোলারিস পুরস্কার প্রদান করা হয়। এটি আন্তর্জাতিক মহলে রাজনৈতিক প্রচার কৌশলের “অস্কার” হিসেবে বিবেচিত হয়। এই পুরস্কারের মঞ্চে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজনৈতিক দল ও কনসালটেন্সি সংস্থার প্রচারাভিযান বিচার করা হয়।
“জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন” কেবল একটি স্লোগান নয় – এটি ছিল পশ্চিমবঙ্গের মানুষের আবেগ, আত্মসম্মান ও সাংস্কৃতিক প্রতিরোধের প্রতীক। যখন বহিরাগত ও দিল্লী-কেন্দ্রিক রাজনৈতিক দলগুলি বাংলার সংস্কৃতি ও রাজনৈতিক প্রেক্ষাপটে হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল, তখন এই ক্যাম্পেইন সরাসরি জনতার সুরে প্রতিধ্বনি তোলে।
আই-প্যাকের পরিকল্পনায় এই ক্যাম্পেইনের প্রতিটি স্তর – ডিজিটাল কনটেন্ট, মাইক্রো-ভোটার এনগেজমেন্ট, পথে প্রচার ও স্থানীয় ইস্যুভিত্তিক বার্তা পৌঁছেছিল বাংলার ঘরে-ঘরে। সুনির্দিষ্ট তথ্য, বার্তা এবং স্থানীয় স্তরের সঙ্গে আত্মিক যোগ তৈরির জন্য এই অভিযান নজর কাড়ে পোলারিসের বিচারকদের।
I-PAC বিগত এক দশক ধরে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলকে নির্বাচনে জয়ী করতে সাহায্য করেছে। তবে এই প্রচারাভিযান ছিল একদম ভিন্ন – শুধু ভোটের প্রচার নয়, বরং একটি আঞ্চলিক চেতনার আন্তর্জাতিক কাহিনী হয়ে উঠেছে “জনগণের গর্জন”।