Iran–Israel war: যুদ্ধবিরতি ভাঙার আশঙ্কা তেহরানের, কী দাবি মৌসাভির?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,১২:৩১: ইজরায়েল ও ইরানের সংঘাত শুরু হয়েছিল ১৩ জুন থেকে। এক নাগাড়ে ১২ দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইজরায়েল এবং ইরান। তেহরান মনে করছে, যেকোনও মুহূর্তে যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে। ইরানের সেনার চিফ অফ স্টাফ আবদোলরহিম মৌসাভি হুঙ্কার ছেড়েছেন, ইজরায়েলকে জবাব দিতে দু’বার ভাববে না ইরান।
সৌদির এক মন্ত্রীর সঙ্গে ফোনালাপে যুদ্ধবিরতির প্রসঙ্গে সন্দেহ প্রকাশ করে মৌসাভি বলেন, “যুদ্ধবিরতি-সহ বিভিন্ন অঙ্গীকারের প্রতি (ইজরায়েল) শত্রু কতটা দায়বদ্ধ, তা নিয়ে গুরুতর সন্দেহ আছে। যুদ্ধবিরতি ভেঙে ইজরায়েল যদি আবার আক্রমণ শুরু করে? যদি আবার হামলা হয়, কঠোর জবাব দিতে আমরা(ইরান) একেবারে প্রস্তুত।”
প্রসঙ্গত, আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চালাকালীন ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজরায়েল। ইরানের চার শীর্ষ সেনাকর্তা এবং ন’জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছিল হামলায়। পাল্টা হামলা আরম্ভ করে তেহরান। ইজরায়েলও টানা হামলা করে গিয়েছে। ইরানে হামলা চালিয়েছে আমেরিকার সেনাবাহিনীও। ইজরায়েলের হামলায় ইরানে ৬২৭ জনের মৃত্যু হয়েছে। ইজরায়েলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২৮ জনের মৃত্যু হয়েছে, হাজারের বেশি আহত হয়েছে। সংঘাত চলেছে ২৪ জুন পর্যন্ত। ২৪ জুন ট্রাম্প হঠাৎই ঘোষণা করেন, ইজরায়েল ও ইরান সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। যুদ্ধ হবে না। তারপরও যুদ্ধবিরতি লঙ্ঘনের দাবি করেছে দুই দেশ। আপাতত আক্রমণ-প্রতি আক্রমণ এখন বন্ধ রয়েছে।