ট্রাম্প শুল্ক স্থগিতাদেশ বাড়াবেন না, তার আগেই কি সম্পন্ন হবে আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি?

সূত্র অনুযায়ী, আমেরিকা ভারতের কৃষি ও দুগ্ধজাত পণ্য আরও বেশি পরিমাণে বিনিয়োগে আগ্রহী হলেও, ভারত এখনও তাতে সম্মতি দেয়নি।

June 30, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২৩: বর্তমান পরিস্থিতিতে ভারত আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বেশ কিছুটা ছেদ পড়েছে। গত এপ্রিল মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৯০ দিনের জন্য নতুন শুল্কনীতি স্থগিত রাখার ঘোষণা করেছিলেন, এই ঘোষণার মেয়াদ শেষ হচ্ছে ৯ জুলাই। ইতিমধ্যেই ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, এই সময়সীমা তিনি আর বাড়াতে চান না তিনি।

‘ফক্স নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যেসব দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে পৌঁছতে পারছে না, তাদের পণ্যে শুল্ক আরোপের জন্য চিঠি পাঠানো হবে।

তবে এই সময়ের মধ্যে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি আদৌ হবে কি না, তা এখনও অনিশ্চিত। সূত্র অনুযায়ী, আমেরিকা ভারতের কৃষি ও দুগ্ধজাত পণ্য আরও বেশি পরিমাণে বিনিয়োগে আগ্রহী হলেও, ভারত এখনও তাতে সম্মতি দেয়নি। ৮ জুলাই, ট্রাম্পের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার একদিন আগে অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি ঘোষণা করতে পারে দুই দেশ। এই আলোচনার জন্য বাণিজ্য মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ আগরওয়াল ওয়াশিংটনে পৌঁছেছেন এবং এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সফরও বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

উল্লেখ্য, গত ২ এপ্রিল ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যে অতিরিক্ত শুল্কের কথা জানান। ভারতের ক্ষেত্রে ১০% প্রাথমিক শুল্কের পাশাপাশি আরও ২৬% শুল্ক আরোপ করা হয়, যা প্রত্যাহারের দাবি জানিয়েছে ভারত। সম্প্রতি চিনের সঙ্গে বাণিজ্যচুক্তির পর ট্রাম্প ইঙ্গিত দেন, পরবর্তী ‘বড় চুক্তি’ হতে পারে ভারতের সঙ্গে। যদিও এখনও সেই চুক্তির বিস্তারিত কিছু জানান হয়নি।

বিশেষজ্ঞরাদের মতে, ভারতের জন্য এই চুক্তির স্বার্থরক্ষা নিশ্চিত করে করা কঠিন। কারণ, বিরল খনিজ পদার্থ, বৈদ্যুতিন সরঞ্জামের কাঁচামালসহ বিভিন্ন ক্ষেত্রে চিনের উপর নির্ভর করে রয়েছে আমেরিকার। কিন্তু ভারতের ক্ষেত্রে সেই সুবিধা নেই। ভারতের জন্য নিজস্ব স্বার্থ বজায় রেখে চুক্তি করা সহজ হবে না। এখন নজর চুক্তি আদৌ হয় কি না, আর হলেও কোন শর্তে হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen