মুখ্যসচিবের পদে আরও ছ’মাস বহাল থাকবেন মনোজ পন্থ, অনুমোদন কেন্দ্রের

৩১ ডিসেম্বর পর্যন্ত এই পদে বহাল থাকবেন তিনি। উল্লেখ্য, ২০২৪ সালে আগস্টের শেষে মুখ্যসচিব হয়েছিলেন মনোজ পন্থ।

June 30, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩৯: আজ, ৩০ জুন, সোমবার মুখ্যসচিব পদে শেষদিন ছিল মনোজ পন্থের (Manoj Pant)। কিন্তু রাজ্যের প্রস্তাবে সাড়া দিয়ে তাঁর মেয়াদ আরও ছ’মাস বাড়াল কেন্দ্রীয় সরকার। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই পদে বহাল থাকবেন তিনি। উল্লেখ্য, ২০২৪ সালে আগস্টের শেষে মুখ্যসচিব হয়েছিলেন মনোজ পন্থ। তাঁর আমলে পঞ্চায়েত ভোট থেকে লোকসভা নির্বাচন হয়েছে।

সূত্রের খবর, প্রশাসনিক স্থিতাবস্থা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভগবতী প্রসাদ গোপালিকা পরবর্তী রাজ্যের মুখ্যসচিব হয়েছেন মনোজ পন্থ। তার আগে অর্থদপ্তরের দায়িত্ব সামলেছেন। ওই বিভাগের সচিব ছিলেন পন্থ। আচমকা গত আগস্টে নবান্নের (Nabanna) তরফে সচিব পদে রদবদল করা হয়। তাতে দেখা গিয়েছিল, অর্থ দপ্তরের মনোজ পন্থকে সরিয়ে তুলনায় কম গুরুত্বপূর্ণ সেচদপ্তরের বদলি করা হয়। তাঁর বদলে রাজ্যের অর্থসচিব করা হয়েছিল প্রভাতকুমার মিশ্রকে। এর ২৪ ঘণ্টার মধ্যেই মুখ্যসচিব পদে বসানো হয় ১৯৯১ ব্যাচের এই আইএএস অফিসার মনোজ পন্থকে। প্রসঙ্গত, প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রে অর্থমন্ত্রী থাকাকালীন মনোজ পন্থ তাঁর ব্যক্তিগত সচিব ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen