India Women’s Team: ইংল্যান্ডকে উড়িয়ে দিল ভারতের মেয়েরা, বিশ্বরেকর্ড করলেন বাংলার রিচা

July 2, 2025 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৪৫: শুভমনের দল আজ ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে, সেখানে ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় মেয়েরা। জেমাইমা রদ্রিগেজ, আমনজ্যোতদের দাপটে ২৪ রানে জিতল হরমনপ্রীত কৌরের ( Harmanpreet Kaur) দল। বিশ্বরেকর্ড গড়লেন বাংলার রিচা ঘোষ (Richa Ghosh)। ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ভারতের মেয়েরা।

এই নিয়ে ইংরেজদের মাটিতে টানা দ্বিতীয় টি২০ ম্যাচ জিতল ভারতীয় মহিলা দল। প্রথম ম্যাচে ছিলেন না অধিনায়ক হরমনপ্রীত কউর। দ্বিতীয় ম্যাচে তিনি ফিরলেও তাঁর ব্যাট চুপচাপই ছিল। এদিকে গত মযাচে সেঞ্চুরি করা ওপেনার স্মৃতি মন্ধনাও এদিন বিফল। তবে অভিজ্ঞ ব্যাটসম্যান জেমাইমা রডরিগেজ ও তরুণ ব্যাটসম্যান অমনজ্যোৎ কউর দলকে ট্র্যাকে ফেরান। প্রথমে ব্যাট করতে নেমে ভারত চটজলদি উইকেট হারালেও শেষ পর্যন্ত ১৮১ রান করে। ইনিংসের শেষের দিকে ঝোড়ো ব্যাটিং করেন বাংলার রিচা ঘোষও।

সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১০০০ রান হয়ে গেল ভারতের উইকেটকিপারের। আর সেটাও করেছেন ১৪০ রানের বেশি স্ট্রাইক রেট রেখে। এত স্ট্রাইক রেট রেখে আর কোনও ব্যাটার মহিলাদের টি-টোয়েন্টিতে ১০০০ রানের গণ্ডি অতিক্রম করেননি। তার জন্য রিচা নিয়েছেন ৭০২ বল। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে এটাও সবচেয়ে কম বলে ১০০০ রানের রেকর্ড।

ভারতের মহিলা দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করে স্কোর করেন অমনজ্যোৎ কউর এবং জেমাইমা রডরিগেজ। এবং শেষের দিকে নেমে মাত্র ২০ বলে ৩২ রান করেন রিচা ঘোষ। এদিকে ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংরেজরা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৫৭ রান তুলতে সক্ষম হন। ভারতের হয়ে বল হাতে উইকেট নেন অমনজ্যোৎ, দীপ্তি শর্মা, শ্রী চরণীরা। এদিকে রানআউট হয় তিনটি। শেষমেষ ভারত ২৪ রানে ম্যাচটি জিতে যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen