BJP-র অন্দরের Power Center-র বদল আসন্ন! RSS বনাম মোদী-শাহ টানাপোড়েন কোন পথে?

July 2, 2025 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩৩: NDA, BJP এবং সঙ্ঘ অর্থাৎ RSS-র উর্ধ্বে উঠে গিয়েছিলেন মোদী। ভগবানের দূত বলে নিজেকে জাহির করে চারশো পেরোনোর ডাক দিয়েছিলেন কিন্তু জনতা মোদীর সে ডাকে সাড়া দেয়নি। লোকসভা ভোটের ফলাফল বেরোতেই মুখ থুবড়ে পড়ে মোদী ম্যাজিক! তারপর থেকে ফের সঙ্ঘ কর্তৃত্ব স্থাপনে মরিয়া উঠেছে। সূক্ষ্মভাবে বদলের পথে এগচ্ছে বিজেপির অন্দরের ক্ষমতার ভরকেন্দ্র?

আগামী ১৭ সেপ্টেম্বর ৭৫ পূর্ণ করছেন নরেন্দ্র মোদী। বিজেপির দলীয় সংবিধান অনুযায়ী, তারপর কি মোদী অবসর নেবেন? না-কি একইভাবে প্রধানমন্ত্রী পদে থেকে যাবেন তিনি?
জল্পনা চললেও, শাহ সাফ বলেছেন ২০২৯ সালেও প্রধানমন্ত্রী হবেন মোদী। সঙ্ঘ বনাম
মোদী-শাহের ক্ষমতা ও প্রভাবের টানাপোড়েন চলছে। মোদীর ৭৫তম বর্ষপূর্তি পালনের পরিকল্পনা নিয়ে ফেলেছে বিজেপির একাংশ। মোদীর ৭৫ বছর বয়স হওয়ার আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে নিজেদের পছন্দের নেতাকে বসাতে মরিয়া হয়ে উঠেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ।

সাফ কথায়, বিজেপির নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে মোদী ও শাহের হাতেই থাকবে—এমনটা সঙ্ঘ আর চাইছে না। নিজেদের হাতেই বিজেপির রাশ রাখতেই চাইছে আরএসএস।শোনা যাচ্ছে, সম্ভাব্য পরবর্তী সরসঙ্ঘচালক দত্তাত্রেয় হোসাবালে বিজেপির সাংগঠনিক রাশ সঙ্ঘের হাতে রাখতে মরিয়া। বিগত পাঁচ বছরে সরকার এবং বিজেপির বহু সিদ্ধান্ত ও নীতিতে খুশি হয়নি সঙ্ঘ। রাজ্যে রাজ্যে দলে বেনোজল ঢোকায় বিরক্ত আরএসএস। মোদীর ৭৫ বছর বয়স হওয়ার আগেই নিজেদের পছন্দের সভাপতিকে বসিয়ে বিজেপিকে বেঁধে ফেলতে চাইছে তারা।

তাদের দাবি, জুলাই মাসের মধ্যেই যেন নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করে দেওয়া হয়। ১৫ জুলাইয়ের মধ্যে তা করার বার্তা দিয়েছে সঙ্ঘ। জগৎপ্রকাশ নাড্ডার বিদায় আসন্ন। এবার আর মোদী-শাহের ইচ্ছায় সঙ্ঘ অনুমোদন দেবে না। সঙ্ঘের অনুগত কাউকেই বসানো হবে ওই পদে। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় সাংগঠনিক নির্বাচন ও সভাপতি মনোনয়ন পর্ব শুরু করেছে বিজেপি। বঙ্গ বিজেপির নয়া সভাপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আগামীকাল, বৃহস্পতিবার। এই সপ্তাহে বাংলা সহ মোট ২৪টি রাজ্যের সভাপতি মনোনয়ন পর্ব সমাপ্ত হবে। উল্লেখ্য, বিজেপির সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী, ৩৭টি রাজ্য শাখার মধ্যে ১৯টি রাজ্যের সভাপতি নির্বাচন হয়ে গেলে সর্বভারতীয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করা যায়। আগামী ছ’দিনের মধ্যেই বিজেপি ২৪ থেকে ২৫টি রাজ্যের সভাপতি ঘোষণার কাজ শেষ করে ফেলবে।
সোম ও মঙ্গলবার মিলিয়ে মিজোরাম, পুদুচেরি, হিমাচল, আন্দামান, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড ও মহারাষ্ট্রের সভাপতির নামও ঘোষণা হয়ে গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen