পঞ্চদেশীয় সফরে মোদী, প্রধানমন্ত্রীর বিদেশ ট্যুরের নিটফল নিয়ে খোঁচা বিরোধীদের

July 2, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪০: ক্ষমতায় আসার পর থেকে দেশে দেশে ঘুরে বেড়িয়েছেন মোদী। মোদীর বিদেশ সফরে একমাত্র ছেদ ঘটিয়েছিল করোনা! এত দৌড়ঝাঁপ করার পরেও মোদী অপারেশন সিঁদুরের সময় নিজের বিদেশনীতির ফসল ঘরে তুলতে পারেননি। ট্রাম্প আসরে নেমেছেন, অন্যদিকে পাকিস্তানকে সাহায্য করেছে তুরস্ক। আন্তর্জাতিক ঋণ পেয়েছে পাকিস্তান। বিরোধীদের অভিযোগ, মোদীর বিদেশনীতি ডাহা ফেল করেছে। এমতাবস্থায় পঞ্চদেশীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ঘানার উদ্দেশে রওনা দিচ্ছেন তিনি। যা নিয়ে খোঁচা দিয়েছেন বিরোধীরা।

কংগ্রেস নেতা তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে মোদীর বিদেশনীতির বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁর প্রশ্ন, পহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুরের সময় কি মোদীর বিদেশনীতির ফল কিছু পাওয়া গেল? এক্স হ্যান্ডেলে খাড়গে লিখছেন, “বিগত এগারো বছরে ৭২টি দেশে ১৫০-র বেশি বার সফর করেছেন মোদী। দশবার মার্কিন সফর করার পরেও অপারেশন সিঁদুরের সময় ভারতের পাশে দাঁড়ায়নি মার্কিন শিবির।” খাড়গের প্রশ্ন, “বিদেশে ভ্রমণ করা আর কেবল ছবি তোলাই কি প্রধানমন্ত্রীর কাজ?”

অপারেশন সিঁদুর চালাকালীন আইএমএফের তরফে ১.৪ বিলিয়ন ডলার অর্থ সাহায্য পেয়েছে পাকিস্তান। কোথায় মোদী সরকারের কূটনৈতিক গ্রহণযোগ্যতা? প্রশ্ন তুলেছেন প্রবীণ কংগ্রেসে নেতা। তিনি আরও বলেন, “দেশের সাহসী সশস্ত্র বাহিনী যখন সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল, তখন হঠাৎ করেই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে ‘আমি মধ্যস্থতা করেছি’ বলে ভারতকে অপমান করেছেন এবং কমপক্ষে সাত বার এই কথাটির পুনরাবৃত্তি করেছেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পক্ষে পুরো দেশ ঐক্যবদ্ধ ছিল, কিন্তু মোদীজি; মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য সম্পর্কে দেশের জনগণের কাছে
নিজের অবস্থান স্পষ্ট না করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।”

উল্লেখ্য, যথাক্রমে ঘানা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়ায় যাবেন মোদী। ৬ ও ৭ জুলাই ব্রাজিলের রিও ডি জেনেইরোতে ব্রিকস সম্মেলনেও যোগ দেবেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen