সঙ্কটজনক দমদমের সাংসদ, কোন সমস্যায় ভুগছেন বর্ষীয়ান রাজনীতিক?

July 2, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩৬: বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। অনিদ্রার সমস্যা প্রভাব ফেলছে তাঁর শরীরে। জানা যাচ্ছে, দমদমের সাংসদ সঙ্কটজনক।

সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়ায়, তাঁকে বেলঘরিয়ার হাসপাতাল ও পরে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। গত ২২ জুন থেকে হাসপাতালে ভর্তি সৌগত। স্নায়ুর রোগ ধরা পড়েছে তাঁর। গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড। গত কয়েক দিন ধরেই সাংসদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। সোমবার থেকে তা আরও জটিল হয়েছে। তাঁকে রাইস টিউব দিয়ে খাওয়াতে হয়েছে। মঙ্গলবার হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, সৌগতের শরীরে পটাশিয়ামের আধিক্য রয়েছে। শ্বাসনালিতে সংক্রমণ হয়েছে তাঁর। কিডনির সমস্যাও ধরা পড়েছে এবং উচ্চ রক্তচাপ দেখা দিয়েছে।

জানা গিয়েছে, সাংসদের কথা জড়িয়ে যাচ্ছে। পিঠের ব্যথায় ভুগছেন তিনি। বর্ষীয়ান রাজনীতিকের দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর সহকর্মী এবং অনুরাগীরা। এর আগে অক্ষয়তৃতীয়ার দিন অসুস্থ হয়ে পড়েন সৌগত। পেসমেকার বসানোর হয় তাঁর দেহে। তারও আগে চলতি বছরের ১০ মার্চ লোকসভা অধিবেশন শেষে সংসদ ভবনেই অসুস্থ হয়ে পড়েছিলেন সৌগত।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen