দিল্লি AIIMS থেকে ছাড়া পেলেন অভিজিৎ, কেমন আছেন BJP সাংসদ?

July 2, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২১: মঙ্গলবার দিল্লির এইমস হাসপাতাল থেকে ছুটি পেলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখনই তিনি কলকাতায় ফিরছেন না। আপাতত দিল্লির বাসভবনে থাকবেন পদ্ম পার্টির সাংসদ।

সপ্তাহখানেক আগে আইসিইউ থেকে জেনারেল বেডে দেওয়া হয় অভিজিৎকে। দিল্লি এইমসে তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। তাঁর শরীর থেকে ফ্লুইড বের করা হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল। অগ্ন্যাশয়ের সমস্যা নিয়ে কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিজিৎকে। কিছু দিন চিকিৎসার পর, তাঁর পরিবারের সদস্য ও বিজেপি নেতৃত্ব তাঁকে দিল্লির এইমসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen