সৌগত রায়ের শারীরিক অবস্থার উন্নতি
হাসপাতালের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, সৌগতবাবুর শরীরে পটাশিয়ামের আধিক্য রয়েছে। শ্বাসনালিতে সংক্রমণ হয়েছে তাঁর।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩৫: বেশ কয়েকদিন ধরেই অসুস্থ তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। তবে খানিকটা স্বস্তির বিষয় এই যে, আপাতত তাঁর অবস্থা এখন উন্নতির দিকে। কিডনি সহ বিভিন্ন রকম অসুস্থতা ছিল তাঁর।
গত দুদিন অবস্থা সঙ্কটজনক হলেও আপাতত চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন সাংসদ, এমনটাই খবর কলকাতার বেসরকারি নার্সিংহোম বেলভিউ’র সূত্রে। তাঁর চিকিৎসার জন্য ৫ সদস্যের টিম নিয়ে একটি মেডিকেল বোর্ড ও গঠন করা হয়েছে। তারা জানিয়েছেন আপাতত তাঁর শারীরিক অবস্থা আগের থেকে উন্নত হয়েছে।
হাসপাতালের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, সৌগতবাবুর শরীরে পটাশিয়ামের আধিক্য রয়েছে। শ্বাসনালিতে সংক্রমণ হয়েছে তাঁর। কিডনির সমস্যাও ধরা পড়েছে এবং উচ্চ রক্তচাপ দেখা দিয়েছে। সম্প্রতি স্নায়ুর রোগ ধরা পড়েছিল তাঁর।
গত ২২ জুন প্রথমে তাঁকে বেলঘরিয়ার হাসপাতাল ও পরে বেলভিউতে ভর্তি করানো হয়। এর আগেও বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে তার শারীরিক অবস্থার উন্নতির খবর শুনে আপাতত বেশ খানিকটা স্বস্তিতে তার রাজনৈতিক অনুগামীরা।