App CAB ভাড়ায় কেন্দ্রের নয়া ছাড়পত্রে দ্বিগুণ ভাড়া গুনতে হবে যাত্রীদের?

July 3, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০: ব্যস্ত সময়ে অ্যাপ নির্ভর ক্যাব পরিষেবার ভাড়া এবার হতে পারে দ্বিগুণ! কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী, ওলা, উবের, ইনড্রাইভ ও র‌্যাপিডোর মতো সংস্থাগুলি এখন থেকে মূল ভাড়ার দ্বিগুণ পর্যন্ত চার্জ করতে পারবে চাহিদা বেশি থাকলে। আগে যেখানে ভাড়া বাড়ানো যেত মূল ভাড়ার ১.৫ গুণ পর্যন্ত, কিন্তু কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের তরফে ১ জুলাইয়ের নতুন নির্দেশিকায় তা বাড়িয়ে করা হল ২ গুণ।

নতুন নিয়মের মূল বিষয়বস্তু

ব্যস্ত সময়ে ভাড়া: মূল ভাড়ার সর্বাধিক ২ গুণ পর্যন্ত
কম ভিড়ের সময়ে ভাড়া: মূল ভাড়ার ৫০ শতাংশের নিচে নামানো যাবে না

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, চালকদের ন্যায্য আয় নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। যাত্রী সংখ্যা কম থাকলেও যাতে চালকরা ক্ষতিগ্রস্ত না হন, সেই কারণেই সর্বনিম্ন ভাড়ার সীমাও বেঁধে দেওয়া হয়েছে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, নির্দিষ্ট রুটে মূল ভাড়া নির্ধারণের দায়িত্ব রাজ্য সরকারের উপর থাকলেও, সময়বিশেষে ভাড়া সামান্য ওঠানামার স্বাধীনতা থাকবে ক্যাব সংস্থাগুলির কাছেই। অযৌক্তিকভাবে রাইড বাতিল করলে চালককে ১০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে, এমনটাই জানিয়েছে মন্ত্রক।

চালকদের রোজগার

অ্যাপ ক্যাব চালকদের আয় যাতে সুরক্ষিত থাকে, তার জন্যও নির্দিষ্ট নির্দেশ দিয়েছে কেন্দ্র।

*ব্যক্তিগত মালিকানাধীন গাড়ির ক্ষেত্রে চালক পাবেন ভাড়ার অন্তত ৮০%

  • কোম্পানির গাড়ির ক্ষেত্রে চালকের ভাগ ৬০%
    *চালকদের পারিশ্রমিক দৈনিক, সাপ্তাহিক বা পাক্ষিক ভিত্তিতে দিতে হবে। কোনও অবস্থাতেই বকেয়া রাখা যাবে না।

কেন্দ্রের এই নতুন নিয়ম কার্যকর করা নিয়ে যাত্রীদের একাংশ ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন—ভাড়া দ্বিগুণ হয়ে যাওয়ায় কি ভোগান্তি বাড়বে না? যদিও বিভিন্ন মহলের প্রশ্ন, চালকদের জন্য সুবিচার করতে গিয়ে যাত্রীদের পকেটে কী আরও চাপ বাড়ানো হল?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen