Deepika Padukone: ইতিহাস গড়লেন দীপিকা! পেলেন বিরাট স্বীকৃতি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১২: নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। হলিউডের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি “Hollywood Walk of Fame”-এ এবার জায়গা পেতে চলেছেন বলিউডের এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী। তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি এই পথে নিজের নামে একটি তারা (star) পাচ্ছেন – যা নিঃসন্দেহে ভারতীয় সিনেমা তথা গোটা দেশের জন্য এক গর্বের মুহূর্ত।
গ্লোবাল আইকন হিসেবে দীপিকার স্বীকৃতি
শুধু একজন সফল অভিনেত্রীই নন, দীপিকা আজ এক আন্তর্জাতিক আইকন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, পুরস্কার শো, এবং ব্র্যান্ড ক্যাম্পেনে তাঁর উপস্থিতি বারবার প্রমাণ করেছে যে ভারতীয় অভিনেত্রীদের প্রতিভা আর পরিসর কতটা ব্যাপক। এবার আবারও ভারতের নাম বিশ্বের মানচিত্রে উজ্জ্বল করলেন তিনি।
এই সম্মানটি তাঁকে দেওয়া হচ্ছে ২০২৬ সালের Motion Pictures category-র অংশ হিসেবে। এই তালিকায় দীপিকার সঙ্গে রয়েছেন আরও বেশ কয়েকজন জনপ্রিয় আন্তর্জাতিক তারকা – যেমন মাইলি সাইরাস, টিমোথি শ্যালামে, এমিলি ব্লান্ট, মারিওঁ কোতিইয়ার্দ, রেচেল ম্যাকঅ্যাডামস, ইতালির কিংবদন্তি অভিনেতা ফ্র্যাঙ্কো নিরো এবং বিশ্ববিখ্যাত সেলিব্রিটি শেফ গর্ডন র্যামসে।
এই ঘোষণাটি করা হয়েছে লস অ্যাঞ্জেলসের ওভেশন হলিউডে একটি সরাসরি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, যা বিশ্বজুড়ে দীপিকার ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে।
প্রসঙ্গত, দীপিকার আগে ভারতীয়-মার্কিন অভিনেত্রী, লেখিকা ও প্রযোজক মিন্ডি কেলিং এই সম্মান পেয়েছেন ২০২৪ সালে। তিনি ছিলেন প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত যিনি এই তারা অর্জন করেন। দীপিকার এই অর্জন সেই পথকে আরও প্রসারিত করল, যেখান থেকে দক্ষিণ এশীয় নারীরা আন্তর্জাতিক জগতে নিজেদের স্থান করে নিচ্ছেন।