India national football team: সরে দাঁড়ালেন মানালো! নতুন কোচ হওয়ার দায়িত্বে এগিয়ে এই ভারতীয়

মঙ্গলবার এআইএফএফের সভায় এই কোচ বদলের কথা সরকারিভাবে ঘোষণা করা হয়। তবে এত কোচ বদলের পরেও আসেনি কোনো পরিবর্তন।

July 3, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৫৮: ভারতীয় ফুটবলের আকাশ ছেয়েছে কালো মেঘে! বর্তমান সময়ে ভারতীয় ফুটবল এখন বেশ প্রশ্নে মুখে। গত পাঁচ বছরে ভারতীয় জাতীয় দলের ফিফা র‍্যাঙ্কিং ক্রমশ পিছিয়ে চলেছে। ৯৭ থেকে বর্তমানে এসে দাঁড়িয়েছে ১২৭সে। গত ৫ বছরে ভারতীয় জাতীয় দলে মোট ৩ বার কোচের বদল এসেছে। প্রথমে ব্রিটিশ কোচ স্টিফেন কনস্টানটাইন, ক্রোয়েশিয়ার ইগোর ইস্টিমাচ, এবং অল্প সময়ের জন্য দায়িত্বে ছিলেন ভারতীয় ক্লাব ফুটবলের পরিচিত মুখ মানালো মার্কেজ (Manolo Marquez)। মঙ্গলবার এআইএফএফের সভায় এই কোচ বদলের কথা সরকারিভাবে ঘোষণা করা হয়। তবে এত কোচ বদলের পরেও আসেনি কোনো পরিবর্তন।

এই দিকে ভারতীয় ফুটবলের (Indian Football) একাধিক প্রাক্তন প্লেয়ার থেকে শুরু করে সমর্থকরা সকলেই এই ভারতীয় ফুটবলের বিপর্যয়ের জন্য দায়ী করছে বর্তমান এআইএফএফ কমিটিকে। বিশেষ করে এআইএফএফের সভাপতি কল্যাণ চৌবেকে। তাঁর অধীনেই ভারতীয় ফুটবলের অবস্থা আরো তলানিতে চলে গিয়েছে। একাধিক ভারতীয় ফুটবল সমর্থক ও প্রাক্তন প্লেয়াররা চাইছে যে ভারতীয় দলের কোচ যাতে কোনো ভারতীয় কোচকেই করা হয়। কারণ হিসেবে তাঁরা বলছেন গত পাঁচ বছরে একাধিক বিদেশি কোচ আশার পড়েও দলের কোনো উন্নতি দেখা যায়নি। বরঞ্চ আরো খারাপ থেকে খারাপ পর্যায় চলে যাচ্ছে।

বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী পরবর্তী ভারতীয় ফুটবল দলের কোচ হতে পারেন কোনো ভারতীয় কোচি। একাধিক নাম ঘুরছে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের অন্দরে। যেই নাম গুলি নিয়ে আলোচনা তুঙ্গে তাঁরা হলেন , খালিদ জামিল যিনি আইএসএল থেকে আইলীগ সব ক্ষেত্রে বেশ সফল। ভারতীয় ফুটবলকে চেনেন একদম হাতের তালুর মত। আরেকজন যেই কোচের নাম নিয়ে জোর জল্পনা উঠছে তিনি সদ্য বাংলার হয়ে সন্তোষ ট্রফি জয়ী কোচ সঞ্জয় সেন। মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং, এটিকের মত দলকে দিয়েছেন একাধিক সর্ব ভারতীয় ট্রফি। কিচ্ছু দিন আগেই ফিফা প্রো লাইসেন্স পাশ করছেন তিনি। অনেকেই চাইছেন জাতে তিনি ভারতীয় দলের কোচ হন। তবে এও শোনা যাচ্ছে প্রাক্তন ভারতীয় জাতীয় দলের কোচ স্টিফেন কনস্টানটাইনও আবার ভারতীয় দলের দায়িত্ব নিতে ইচ্ছুক। তবে এদের মধ্যে খালিদ জামিলের নাম অনেকটাই এগিয়ে। কিছুদিন বাদেই ভারতীয় কোচিং পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে এআইএফএফ (AIFEF)। সেখানে আরো নাম জমা পড়তে পারে। এবার দেখার বিষয় সুনীল, আনোয়ার, শুভাশিষদের পরবর্তী হেডস্যার কে হয়!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen