Diogo Jota: প্রয়াত লিভারপুলের স্ট্রাইকার দিয়োগো জোটা, কী হয়েছিল এই পর্তুগিজ তারকার?
স্পেনের স্থানীয় সময় বুধবার রাত ১২.৪০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। নিজের গাড়িতে ভাইয়ের সঙ্গে যাচ্ছিলেন তিনি।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০৯: বিশ্ব ফুটবলে নেমে এল শোকের ছায়া! অকালেই চলে গেলেন লিভারপুল ফুটবল দলের তারকা ফুটবলার দিয়োগো জোটা। মাত্র ২৮ বছর বয়সেই এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ গেলো তাঁর। কিছু দিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই রোনাল্ডোর সতীর্থ। লিভারপুলই শুধু নয় পর্তুগালের জাতীয় দলেরও খুব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জোটা।
লিভারপুল তারকা জোটার মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আসে স্পেনের এক সংবাদমাধ্যমে। পরে খবরটি নিশ্চিত করেন পর্তুগালের ফুটবল সংস্থা ও লিভারপুলের তরফে সেই খবর নিশ্চিত করা হয়। জোটা পর্তুগাল জাতীয় দলের হয়ে ৫০-এর কাছাকাছি ম্যাচ খেলে ফেলে ছিলেন।
সূত্রের খবর অনুযায়ী, জোটার সঙ্গে সেই গাড়িতে ছিলেন তাঁর ভাই আন্দ্রে। স্পেনের স্থানীয় সময় বুধবার রাত ১২.৪০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। নিজের গাড়িতে ভাইয়ের সঙ্গে যাচ্ছিলেন তিনি। অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে লিভারপুল তারকার গাড়িটি উল্টে যায়। এর ফলে গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এবং এর ফলে বড় বিস্ফোরণ হয়। স্পেনের স্থানীয় সংবাদমাধ্যমেই এই দু’জনের মৃত্যুর খবর প্রথম জানা গিয়েছে।
পর্তুগালের পোর্তোয় জন্ম এই তারকার। সেখান থেকেই তাঁর ফুটবল জীবনের শুরু। পর্তুগালের স্থানীয় ক্লাব পাকোস দে ফেরেরাই তাঁর জীবনের প্রথম ক্লাব। পরবর্তীকালে আতলেতিকো মাদ্রিদে, এফসি পোর্তো, উলভ্সের মত বড় ক্লাবে শুনামের সঙ্গে খেলছেন। বর্তমানে লিভারপুলের হয়ে খেলতে খেলতে চলে গেলেন তিনি। সম্প্রতি পর্তুগালের জাতীয় দলের হয়ে ইউয়েফা নেশন্স লীগ জিতেছিলেন জোটা। জোটার মৃত্যু যে ফুটবল বিশ্বের কত বড় ক্ষতি হলো তা আর বলার অপেক্ষা রাখে না।