জয়ে ফিরল সবুজ-মেরুন! কালীঘাট স্পোর্টস লাভারকে ৪-০ গোলে হারালো মোহনাবাগান
ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই গোল করে সবুজ মেরুন। ম্যাচের ৩ নম্বর গোল করেন পাসাং। শেষ গোল আসে আদিল আবদুল্লার থেকে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:২৫: বুধবার মোহনবাগান নৈহাটি স্টেডিয়ামে নিজেদের কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছিল। এই লীগের শুরুটা সবুজ – মেরুন ব্রিগেডের মোটেও ভাল হয়নি। প্রথম ম্যাচেই পুলিশ আথেলেটিক ক্লাবের কাছে আটকে গিয়েছিল এই গঙ্গা পারের ক্লাব। সেই ম্যাচের পর দলের কোচ ডেগি কার্ডোজোর উপরে উঠেছিল একাধিক প্রশ্ন। তিনি ম্যাচ শেষে বলে ছিলেন ‘অনুশীলনের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। তাই এই হার! এই দলের আরও ভাল খেলার ক্ষমতা রয়েছে।’
ঠিক পরের ম্যাচেই ঘুরে দাড়ালো ডেগির দল। মোহনবাগান এদিন কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে হারাল ৪-০ গোলে। এই ম্যাচে দারুণ খেলেছে সবুজ মেরুন ব্রিগেড। প্রথম ম্যাচ থেকে হারের শিক্ষা নিয়ে আজ বেশ ভালো খেলেছে মোহনবাগান। আজকের খেলায় বেশ সংঘবদ্ধ লেগেছে সবুজ – মেরুন ব্রিগেডকে। বাগানের একাধিক তারকা যেমন সালাউদ্দিন, পাসান তামাং, টংসিন, সন্দীপ মালিক আজ বেশ ভালো খেলা উপহার দিয়েছে দর্শকদের। শুরু থেকেই ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলছিল মোহনবাগান । ম্যাচের প্রথমেই নবনিযুক্ত বাগান অধিনায়ক সন্দীপ মালিকের গোলে এগিয়ে যায় সবুজ – মেরুন। দ্বিতীয় গোলটি হয় আত্মঘাতী। ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান।
ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই গোল করে সবুজ মেরুন। ম্যাচের ৩ নম্বর গোল করেন পাসাং। শেষ গোল আসে আদিল আবদুল্লার থেকে। ম্যাচ শেষ হয় ৪-০ গোলে । ম্যাচের শেষদিকে সবুজ – মেরুনের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়