মুম্বইতে ফ্ল্যাট কিনছেন দেব, এবার কি তাহলে বলিউডে ডাক পেলেন টলিউডের সুপারস্টার?

দেব বলেন “২০২১ সালে রুক্মিণী যখন ‘সনক’ করছে, তখন থেকেই মাসে চার-পাঁচ দিন মুম্বইতে যায়, অডিশন দেয়, মিটিং করে কলকাতায় ফেরে।

July 3, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: দেব-রুক্মিণীকে নিয়ে টলিউড ইন্ডাস্ট্রির অন্দরমহলে চর্চার অন্ত নেই। সম্প্রতি সমালোচকরা দাবি করেছিলেন, এই সুপারস্টারজুটির সম্পর্কে নাকি চিড় ধরেছে। কিন্তু নিন্দুকদের দাবি নস্যাৎ করে দেব বলেছেন তাঁদের বারো বছরের সম্পর্ক এখনও আগের মতই আছে। আর শুধু তাই নয় তিনি প্ল্যান করছেন মুম্বইতে একটা ফ্ল্যাট কেনার ও রুক্মিণী মৈত্রর সঙ্গে মুম্বইতে শিফট করার। এবার থেকে মাসে অন্তত দশ দিন মুম্বইতে গিয়ে থাকতে চান দেব।

দেবের কথায় “মুম্বই থেকে অনেক অফার আসছে। এখন সিনেমা বিক্রি করতে হলেও মুম্বইতে যেতে হয়। ফাইটমাস্টার থেকে কোরিওগ্রাফার সব মুম্বইয়ের। মিউজিক রাইটস বিক্রি করতে হলেও ওখানে যেতে হয়। তাই মুম্বইয়ে থাকাটা এখন জরুরি।”

‘রঘু ডাকাত’ ছবিটা ‘ডলবি অ্যাটমস’ করতে চান দেব। সাথে কালার কারেকশনের কাজটাও মুম্বইতেই করাতে চান তিনি। প্রতিবার মুম্বইতে হোটেলে থাকা অনেক বেশি খরচ সাপেক্ষ। তাই মূলত কাজের সুবিধার জন্যই মুম্বইতে ফ্ল্যাট কিনতে চান দেব।

তবে শুধু নিজের জন্য নয়, রুক্মিণীর কেরিয়ারের কথা ভেবেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেব বলেন “২০২১ সালে রুক্মিণী যখন ‘সনক’ করছে, তখন থেকেই মাসে চার-পাঁচ দিন মুম্বইতে যায়, অডিশন দেয়, মিটিং করে কলকাতায় ফেরে। আসলে ও অনেকদিন ধরেই মুম্বইতে শিফট করার চেষ্টা করছে। কিন্তু একা-একা সাহস পাচ্ছিল না। আমি বিশ্বাস করি, রুক্মিণী জাতীয় স্তরের অভিনেত্রী। তাই ওঁর বন্ধু বা শুভানুধ্যায়ী হিসেবে যদি আমি ওঁকে না ঠেলি, তাহলে অন্যায় হবে।”

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরি, যিশু সেনগুপ্ত, জিৎ-সহ বাংলা ইন্ডাস্ট্রির অনেকেই এখন বলিউডে পরিচিত নাম। প্রত্যেকেই চান জাতীয় স্তরে নিজের প্রতিভাকে মেলে ধরতে। এবার সেই তালিকায় কতদিন পর দেবের নাম দেখা যায় সেটারই অপেক্ষায় দেব ভক্তরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen