বাড়ল Monsoon Session-র মেয়াদ, অপারেশন সিঁদুর নিয়ে কি সংসদে আলোচনায় বসবে মোদী সরকার?

July 4, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৫: সংসদের বাদল অধিবেশনের মেয়াদ বাড়াল কেন্দ্র। জানা যাচ্ছে, মেয়াদ এক সপ্তাহ বাড়ানো হয়েছে। জানা গিয়েছিল, আগামী ২১ জুলাই বাদল অধিবেশন শুরু হবে। ১২ আগস্ট পর্যন্ত তা চলার কথা ছিল। শেষ মুহূর্তে অধিবেশনের মেয়াদ এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথা মেনে সরকারের পক্ষ থেকে ১৯ জুলাই সর্বদল বৈঠকও ডাকা হয়েছে।

বৃহস্পতিবার রাজ্যসভার সচিবালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, আগামী ২১ জুলাই বাদল অধিবেশন শুরু হবে। তা চলবে ২১ আগস্ট পর্যন্ত। স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ১৫ আগস্ট অধিবেশন বন্ধ থাকবে। স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতির জন্য ১৩ ও ১৪ তারিখ অধিবেশন বসবে না। সব মিলিয়ে সংসদের দুই কক্ষে মোট ২১টি অধিবেশন হবে।

অপারেশন সিঁদুর, পহেলগাঁও হামলা ইত্যাদি নিয়ে সংসদে বিশেষ অধিবেশন ডাকা হয়নি। ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে সংসদে আলোচনা এড়িয়েই যেতে চাইছে কেন্দ্র। ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কাজ নিয়েও নানা অভিযোগ তুলেছেন বিরোধীরা। অন্যদিকে, আহমেদাবাদ দুর্ঘটনার পর এটিই প্রথম সংসদ অধিবেশন। ফলে এই সব ইস্যুতে বিরোধীরা যে সরব হবেন তা বলাবাহুল্য। জোটবদ্ধভাবে বিরোধী শিবির মোদী সরকারকে চেপে ধরলে উত্তাল হবে অধিবেশন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen