INDvsENG দ্বিতীয় টেস্টে সকলের কানে লাল রঙের এক অদ্ভুত যন্ত্র! বুমরাহদের কানে এই যন্ত্রের কাজটাই বা কী?
কী এই যন্ত্র? হঠাৎ সবার কানে এটি দেওয়ার কারণ বা কী? আসলে এই যন্ত্রটির নাম পোর্টেবল রেডিও। এই যন্ত্রের সাহায্যে মাঠে বসেই সকলে খেলা দেখার সঙ্গে সঙ্গে সেই ম্যাচে বিশ্লেষণ শুনতে পারবে এই যন্ত্রের সাহায্যে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: এজবস্টনে জমে উঠেছে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট। ম্যাচের প্রথমদিন থেকেই চালকের আসনে ভারতীয় দল। ভারতীয় ব্যাটারদের হাতে ভর করে প্রথম ইনিংসে ভারতের রান ৫৮৭। এই রানের পিছনে রয়েছে ভারতীয় দলের নব নিযুক্ত অধিনায়ক শুভমন গিলের একটি অসাধারণ ২৬৯ রানের ইনিংস। তবে সব কিছুর মধ্যেও একটি অবাক করা জিনিস সকলের নজরে পড়েছে এই টেস্টে। কী সেই জিনিস? এই ম্যাচে মাঠে উপস্থিত সাধারণ দর্শক থেকে দুই দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের কানে দেখা যাচ্ছে এক বিশেষ লাল রঙের যন্ত্র। ম্যাচ চলাকালীন মাঝে মাঝেই প্লেয়ার ও দর্শকরা এই যন্ত্র কানে গুঁজে বসে আছেন।
কী এই যন্ত্র? হঠাৎ সবার কানে এটি দেওয়ার কারণ বা কী? আসলে এই যন্ত্রটির নাম পোর্টেবল রেডিও। এই যন্ত্রের সাহায্যে মাঠে বসেই সকলে খেলা দেখার সঙ্গে সঙ্গে সেই ম্যাচে বিশ্লেষণ শুনতে পারবে এই যন্ত্রের সাহায্যে। আসলে সকলের সুবিধার জন্যেই এই নতুন যন্ত্রটির ব্যবস্থা করা হয়েছে। যাতে সকলেই এই ম্যাচ দেখার সঙ্গে সঙ্গে মাঠে বসে সেই খেলার বিশ্লেষণটাও দর্শকদের কাছে পৌঁছায়। তাই এই রেডিওর ব্যবস্থা করা হয়েছে স্টেডিয়ামে। তবে সব মাঠেই এই রেডিওর ব্যবস্থা নেই। শুধু মাত্র অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের স্টেডিয়াম গুলিতেই এই পোর্টেবল রেডিওর ব্যবস্থা রয়েছে মাঠে। তবে এই যন্ত্র বিনামূল্যে পাওয়া যায় না। এই যন্ত্র পাওয়ার জন্য দিতে হয় কিছু স্বল্প মূল্যে। সাধারণ দর্শক, সাংবাদিকরা মাঠে ঢোকার সময় এই রেডিও নিতে পারেন নির্দিষ্ট কিছু মূল্যের বিনিময়ে।
শুনতে পাওয়া যাচ্ছে এজবস্টনে অনুষ্ঠিত ভারত বনাম ইংল্যান্ড সিরিজে স্কাই স্পোর্টস এবং বিবিসি কমেন্ট্রি করছে। মাঠে বসে দু’রকম কমেন্ট্রির মজাই নিতে পারবেন দর্শকরা। আবার প্রেস বক্সে বসে থাকা সাংবাদিকরাও ঠিক একই ভাবে শুনতে পাবেন সেই বিশ্লেষণ। যাতে তাদের কাজের ক্ষেত্রেও অনেক সুবিধা হবে। প্লেয়ার থেকে সাপোর্ট স্টাফরাও এই বিশ্লেষণ উপভোগ করতে পারবেন। ঠিক যেমন এই টেস্টের শুরু থেকেই সকল প্লেয়ারদের কানে সেটা লক্ষ্য করা যাচ্ছে। তবে এই যন্ত্রের ব্যবহার শুধু মাঠের ভিতরেই করা যাবে। মাঠের বাইরে গেলে এই যন্ত্র আর কাজ করবেনা। কারণ এই যন্ত্রের ব্যবহার শুধু মাত্র নির্দিষ্ট কিছু জায়গা অবধি সীমাবদ্ধ। তবে এই যন্ত্রের ব্যবহার এখনো পৃথিবীর সকল ষ্টেডিয়ামে পৌঁছায়নি। পরবর্তী কালে আরো বিভিন্ন মাঠে এই যন্ত্রের ব্যবহার লক্ষ্য করা যাবে বলে আশা করা যাচ্ছে।