মা কালীর ছবি নিয়ে ‘বাঙালি’ হতে চাওয়ার মরিয়া চেষ্টা বিজেপির! কটাক্ষ তৃণমূলের

সভাপতি শমীকের নাম ঘোষিত হতে সেই ছবিই বড় আকারে ভেসে উঠেছিল মঞ্চের পিছনে এলইডি স্ক্রিনে।

July 5, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
মা কালীর ছবি নিয়ে ‘বাঙালি’ হতে চাওয়ার মরিয়া চেষ্টা বিজেপির! কটাক্ষ তৃণমূলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩০: সম্প্রতি কলকাতার সায়েন্স সিটিতে বঙ্গ বিজেপির রাজনৈতিক অনুষ্ঠান ছিল। ওই মঞ্চ থেকেই দলের নতুন রাজ্য সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যের নাম ঘোষণা করা হয়। ওই মঞ্চের জায়ান্ট স্কিনে মা কালীর ছবির সঙ্গে দেখানো হয়েছিল প্রধানমন্ত্রী মোদীর ছবিও। এই বিষয়টি নিয়ে সরব হয়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস।

এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেছেন, ‘রাজনৈতিক মঞ্চে মা কালীর ছবি। আমাদের ভাবাবেগে আক্রমণ, আমরা আহত হয়েছি। মা কালী একটি রাজনৈতিক মঞ্চে কেন? দেশের প্রধানমন্ত্রী ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে তিনি বলেছিলেন, আমি কিন্তু বায়োলজিক্যাল সন্তান নই, ভগবান আমাকে সরাসরি পাঠিয়েছেন, একটা উদ্দেশ্য নিয়ে। রাজনৈতিক মঞ্চে মাকেও ছাড়লেন না। ধর্মের নিন্দা করলেন।’

শমীক ভট্টাচার্যকে আনুষ্ঠানিক ভাবে সভাপতি ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার। আর তাৎপর্যপূর্ণভাবে সেই মঞ্চে শ্রীরামচন্দ্রের ছবি নয়, দেখা গিয়েছে কালীঘাট মন্দিরের মা কালীর বিগ্রহের ছবি। যা ছিল ফ্রেমে বাঁধানো, মঞ্চের ডান পাশে রাখা ছিল। আবার সভাপতি শমীকের নাম ঘোষিত হতে সেই ছবিই বড় আকারে ভেসে উঠেছিল মঞ্চের পিছনে এলইডি স্ক্রিনে। বিজেপির যে কোনও মঞ্চে সংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দীনদয়াল উপাধ্যায় এবং ভারতমাতার ছবি থাকে। সায়েন্স সিটির মঞ্চেও তা ছিল। রাখা ছিল ফুল-মালায় সজ্জিত কালীর ছবিও, যা ব্যনতিক্রমী। আবার বিজেপির কর্মসূচিতে ‘জয় শ্রীরাম’ ধ্বনিও ওঠে বারবার। কিন্তু এদিন মঞ্চে শ্রীরামের পাশাপাশি মা কালীর নামেও জয়ধ্বনি শোনা গিয়েছে নেতাদের মুখে। ‘বাঙালি’ হতে চাওয়ার মরিয়া চেষ্টায় বিজেপির এই ধর্ম নিয়ে খেলার সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen