বিনোদন বিভাগে ফিরে যান

সুশান্তের মৃত্যু থেকে ঘুরে গেল মাদক চক্রে, প্রতিবাদে মুখর মিমি-নুসরত

September 26, 2020 | 2 min read

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার মোড় মাদক পাচারের দিকে ঘুরতেই কার্যত মৌনব্রত পালন করছেন বলিউডের প্রথম সারির তারকারা। হঠাৎ করেই তাঁদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি এক ধাক্কায় থেমে গিয়েছে। বিশেষ করে প্রথম সারির অভিনেত্রী দীপিকার নাম এই মামলায় জড়িয়ে যাওয়ার পর অমিতাভ বচ্চন, আমির খান, শাহরুখ খান, সলমন খানের মতো মহাতারকারা গোটা ঘটনা থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছেন। গুটিকয়েক পোস্ট ছাড়া গত কয়েকদিনে বলিউডের এই এ-লিস্টারদের ট্যুইটার বা ইনস্টাগ্রামে বর্তমান চাপানউতোর নিয়ে কোনও মন্তব্য নজরে পড়েনি।

এহেন প্রথম সারির তারকাদের নিশ্চুপ থাকা নিয়ে নেটিজেনদের মধ্যে তুমুল ঝড় উঠেছে। কোন কোন তারকা আগে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন এবং এখন তাঁরা চুপ রয়েছেন, তার খোঁজ দিয়েছে নেটিজেনদের একাংশ। তাদের মতে, কয়েক মাস আগে পর্যন্তও সুপারস্টার অমিতাভ বচ্চন প্রায় নিয়মিত কিছু না কিছু পোস্ট করতেন। সম্প্রতি তিনি চুপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে তিনি শুভেচ্ছা জানিয়েছিলেন। সেটা ১৭ সেপ্টেম্বর। তারপর থেকে আর কোনও পোস্ট নেই। একইভাবে আমির খানও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পর আর কোনও পোস্ট করেননি। কিং খানেরও সোশ্যাল মিডিয়ায় আনাগোনা সম্প্রতি একেবারে বন্ধ। গত ১৯ সেপ্টেম্বর এক সংস্থাকে তিনি শুভেচ্ছা জানিয়েছিলেন। এছাড়া আর কোনও পোস্ট নেই। সলমন খানেরও ট্যুইটার অ্যাকাউন্টে ১৯ সেপ্টেম্বরের পর আর কোনও পোস্ট নেই।

যদিও সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীও এই প্রসঙ্গে একটি ট্যুইট করেছেন। তিনি লিখেছেন, ‘বলিউডে শুধু মহিলারাই মাদকাসক্ত! আর পুরুষরা শুধু রান্না করেন, ঘর পরিষ্কার করেন এবং কাঁদতে কাঁদতে জোড় হাতে তাঁদের স্ত্রীদের জন্য প্রার্থনা করেন। ঈশ্বর ওঁদের রক্ষা করুন!’ আর এক সাংসদ অভিনেত্রী নুসরত বলেছেন, ‘বলিউডই হোক বা টলিউড, মাদক সেবন করা উচিত নয়। কিন্তু হঠাৎ করেই সুশান্ত সিংয়ের মৃত্যুর ঘটনার তদন্ত যেভাবে বলিউডের মাদক চক্রে ঘুরে গেল, তা যথেষ্ট সন্দেহজনক। বিহার নির্বাচনের জন্য এটা একটা রাজনৈতিক কৌশলও হতে পারে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Sushant Sing Rajput Sucide, #nusrat jahan, #mimi chakraborty

আরো দেখুন