এখনও ভয়ঙ্কর Lionel Messi! পাঁচ জনকে কাটিয়ে গোল করে ১৮ বছর আগের স্মৃতি ফেরালেন

July 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৪২: ক্লাব বিশ্বকাপের ব্যর্থতা ঝেড়ে মেজর লিগ সকারে জয়ে ফিরল ইন্টার মায়ামি। নায়ক লিয়োনেল মেসি (Lionel Messi)। মেজর লিগ সকারে মন্ট্রিলের বিরুদ্ধে ৩৮ বছর বয়সেও আটকানো যাচ্ছিল না লিয়োনেল মেসিকে। তাঁর জোড়া গোলের একটা এল পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে। অন্যটা তিন ডিফেন্ডারের মাঝখান দিয়ে। তাঁর জোড়া গোলে মন্ট্রিলকে ৪-১ হারিয়েছে ইন্টার মায়ামি (Inter Miami )।

শুনতে হয়েছিল ‘মেসি শেষ’, ‘বুড়িয়ে গিয়েছেন’ ইত্যাদি সব বাছা বাছা শব্দবন্ধ। কিন্তু ‘ক্লাস ইজ পার্মানেন্ট’, তা আরও একবার প্রমাণ করলেন মেসি। সেই সব সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে গোলে ফিরলেন তিনি। ফেরালেন ১৮ বছর পর আগের ‘আঙ্কারা মেসি’র স্মৃতিও।

ম্যাচের শুরুটা একেবারেই ভালো হয়নি মেসির ক্লাবের। মেসির ভুলেই মাত্র দু’মিনিটেই গোল হজম করে মায়ামি। তখন কে জানত, ভুলের মাশুল জোড়া গোলের মাধ্যমে চুকিয়ে দেবেন এলএম১০। ম্যাচের বয়স তখন ৩৩ মিনিট। তাদেও আইয়েন্দেকে মাপা পাস বাড়ান মেসি। বল জালে জড়িয়ে দিতে কোনও ভুল করেননি তাদেও। মেসির জাদু দেখানো তখনও বাকি ছিল। ৪০ মিনিটে সুয়ারেজের পাস থেকে দৃষ্টিনন্দন গোল করেন মেসি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen