Capgemini: AI-এর লক্ষ্যে পা বাড়াতে বড় সিদ্ধান্ত নিলো ক্যাপজেমিনি

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৩:০০: বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) যখন আইটি (IT) পরিষেবায় বড় পরিবর্তন আনছে, তখন ফ্রান্সের নামকরা কনসাল্টিং কোম্পানি ক্যাপজেমিনি এসই (Capgemini SE) এক বড় সিদ্ধান্ত নিয়ে মার্কিন আইটি আউটসোর্সিং ফার্ম WNS হোল্ডিংস লিমিটেডকে (WNS Holdings Ltd.) ৩.৩ বিলিয়ন মার্কিন ডলারে সম্পূর্ণভাবে কিনে নিচ্ছে।
চুক্তি অনুযায়ী, ক্যাপজেমিনি প্রতি শেয়ারের জন্য ৭৬.৫০ ডলার দেবে, যা গত ৯০ দিনের WNS শেয়ারের গড় মূল্যের থেকে প্রায় ২৮% বেশি। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, ২০২৪ সালের শেষে এই চুক্তি সম্পন্ন হতে পারে, যদি নিয়ন্ত্রক অনুমোদন মেলে।
এই অধিগ্রহণের মাধ্যমে ক্যাপজেমিনি আশা করছে ২০২৬ সালের মধ্যে তাদের আয় প্রতি শেয়ারে (EPS) প্রায় ৪% পর্যন্ত বৃদ্ধি পাবে, স্বাভাবিক ব্যয় কাঠামো অনুযায়ী।
তবে বিনিয়োগকারীরা এই সিদ্ধান্তকে খুব ইতিবাচকভাবে দেখছেন না। সোমবার প্যারিস শেয়ারবাজারে (Paris Stock Exchange) ক্যাপজেমিনির শেয়ার ৫.৬% পড়ে যায়। মরগান স্ট্যানলির (Morgan Stanley) বিশ্লেষণ অনুযায়ী, এই অধিগ্রহণ আবার নতুন করে সেই উদ্বেগ উস্কে দিয়েছে যে, AI প্রযুক্তি দ্রুত আইটি ও সিস্টেম ইন্টিগ্রেশন সার্ভিসের (System Integration Services) চাহিদা কমিয়ে দিতে পারে এবং এমন প্রতিদ্বন্দ্বীদের তৈরি করতে পারে যারা অনেক কম খরচে পরিষেবা দিতে সক্ষম।
বাজারে ইতিমধ্যেই দেখা যাচ্ছে, AI-এর কারণে কনসাল্টিং পরিষেবার খরচ কমছে, এবং অনেক ক্ষেত্রেই কনসালটেন্টদের চার্জও কমছে। ফলে, ক্যাপজেমিনির মতো বড় কনসাল্টিং ফার্মের জন্য এটি একটি জটিল সমীকরণ – একদিকে বাজারে আধিপত্য ধরে রাখা, অন্যদিকে নতুন প্রযুক্তির সাথে খাপ খাওয়ানো।
এই চুক্তি যদি সফলভাবে সম্পন্ন হয়, তাহলে ক্যাপজেমিনির AI ও বিপিও (Business Process Outsourcing – BPO) ক্ষেত্রে প্রভাব আরও বাড়বে। এখন দেখার বিষয়, এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে ক্যাপজেমিনির জন্য কতটা কার্যকর হবে।