Gopal Khemka: বিহারের ব্যবসায়ী খুনের প্রধান অভিযুক্ত এনকাউন্টারে নিহত

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৪:৪৭: বিহারের বিশিষ্ট ব্যবসায়ী গোপাল খেমকা (Gopal Khemka) হত্যা মামলার মূল অভিযুক্ত বিকাশ ওরফে রাজা (Vikas alias Raja) মঙ্গলবার সকালে পাটনায় পুলিশের এনকাউন্টারে (encounter) গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পাটনা পুলিশের একটি দল যখন তাকে ধরতে মালসালামী (Malsalami) এলাকায় যায়, তখনই এই ঘটনা ঘটে বলে এক পদস্থ পুলিশ কর্তা জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বিকাশের বাড়িতে জিজ্ঞাসাবাদের (interrogation) জন্য পৌঁছাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে সে নিহত হয়। অভিযুক্তের খোঁজে আগে থেকেই অভিযান চালাচ্ছিল পুলিশ।
গত শুক্রবার রাতে গোপাল খেমকাকে তার বাড়ির ঠিক সামনে গাড়ির ভিতরে বসে থাকা অবস্থায় গুলি করে হত্যা করা হয়। আততায়ী খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। খেমকা ছিলেন মগধ হাসপাতালের (Magadh Hospital) মালিক এবং তাঁর একাধিক পেট্রোল পাম্পও ছিল। উল্লেখযোগ্যভাবে, সাত বছর আগে হাজিপুরে (Hajipur) জমি বিবাদের জেরে খেমকার ছেলেকেও হত্যা করা হয়েছিল।
এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে পুলিশ হেফাজতে (custody) নেওয়া হয়েছে। ধৃতদের মধ্যে একজন উমেশ নামে পরিচিত, এবং অন্যজনকে সন্দেহ করা হচ্ছে এই খুনের জন্য সুপারি কিলার (contract killer) নিয়োগের সঙ্গে যুক্ত বলে।
এই হাই-প্রোফাইল হত্যাকাণ্ড ইতিমধ্যেই বিহারের আইনশৃঙ্খলা (Bihar law and order) পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। নির্বাচনের মুখে জেডিইউ-বিজেপি (JDU-BJP) জোট সরকারকে চাপে ফেলেছে এই ঘটনা। বিরোধীরা – বিশেষ করে আরজেডি (RJD) এবং কংগ্রেস (Congress) এই ঘটনার তীব্র সমালোচনা করে রাজ্য সরকারের ব্যর্থতা তুলে ধরছে।