একাধিক বাস হাব, রেস্তোরাঁ, বিশ্রামাগার,আধুনিক শৌচালয় তৈরি হবে বাংলায়, উদ্যোগী মমতা সরকার

বাংলা জুড়ে একাধিক বাস হাব তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিভিন্ন জাতীয় সড়ক ও রাজ্য সড়কের ধারে থাকবে সেগুলি।

September 26, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্য সড়ক বা জাতীয় সড়ক ধরে দূরের যাত্রায় মাঝে একবার কোনও ধাবায় থামে বাস। একটা বা পাশাপাশি দুটো ধাবা, কিন্তু একই খাবার, একই স্বাদ। সঙ্গে খাবার না থাকলে তাই খেয়ে ভরতে হয় পেট। আর থাকে অপরিচ্ছন্ন টয়লেট। কিন্তু এবার মমতা সরকারের উদ্যোগে বদলাতে চলেছে সেই চিত্রটা।

বাংলা জুড়ে একাধিক বাস হাব তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিভিন্ন জাতীয় সড়ক ও রাজ্য সড়কের ধারে থাকবে সেগুলি। সেগুলি শুধু দূরপাল্লার বাসযাত্রীই নয়, প্রাইভেট গাড়ির যাত্রীরাও ব্যবহার করতে পারবেন। থাকবে পার্কিংয়ের সুবিধা। বাকি যাত্রা শুরু করার আগে যাত্রীরা কিছুক্ষণ আরাম করে ফ্রেশ হতে পারবেন এই বাস হাবগুলিতে। এখানে থাকবে ফুড কোর্ট, রেস্তোরাঁ, চায়ের দোকান, আধুনিক শৌচালয়, গিফটের দোকানও। গা এলিয়ে কিছুক্ষণ আরাম করার জন্য বাস হাবে থাকবে রিটায়েরিং রুমও।

পরিবহণ দফতরের আধিকারিক বলেন, ‘‌দূরপাল্লার সরকারি বাসগুলি যাত্রীদের নিয়ে এখানে কমবেশি আধ ঘণ্টা দাঁড়াতে পারবে। তার মধ্যেই যাত্রীরা খাওয়া–দাওয়া সেরে নেবেন, ফ্রেশ হবেন। জায়গা থাকলে প্রাইভেট গাড়ি পার্ক করার অনুমতি দেওয়া হবে, তবে সে ক্ষেত্রে কিছু চার্জ দিতে হবে।

কোথায় কোথায় তৈরি হবে এই বাস হাব?‌ জানা গিয়েছে, কলকাতা ও পূর্ব মেদিনীপুরের মধ্যে ৬ নম্বর জাতীয় সড়ক এবং বর্ধমানের ৭ নম্বর রাজ্য সড়কের ধারে তৈরি হবে বাস হাব। অন্যগুলি ৩৪ নম্বর জাতীয় সড়ক, ১৪ নম্বর রাজ্য সড়ক ও দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে তৈরি করা হবে। ইতিমধ্যে এই প্রকল্পের জন্য টেন্ডার ছাড়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen