Ramayana: প্রথম ঝলকেই ঝড় তুলেছে ‘রামায়ণ’, রণবীর-পল্লবী-সানিরা কত পারিশ্রমিক নিচ্ছেন, শুনলে চোখ কপালে উঠবে!
১৬০০ কোটি টাকার এই ছবি ২টি পর্বে প্রকাশ্যে আসবে দর্শকের সামনে। ২০২৬ ও ২০২৭ সালের দীপাবলির ধামাকা হিসাবে মুক্তি পাবে ছবিটি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩৬ : ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের ছবি হতে চলেছে “রামায়ণ”। ১৬০০ কোটি টাকার এই ছবি ২টি পর্বে প্রকাশ্যে আসবে দর্শকের সামনে। ২০২৬ ও ২০২৭ সালের দীপাবলির ধামাকা হিসাবে মুক্তি পাবে ছবিটি।
নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির প্রথম ঝলক ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে গোটা দেশে। রণবীর কাপুরের (Ranbir Kapoor) রাম-রূপ, সীতারূপী সাই পল্লবী (Sai Pallavi) ও রাবণরুপী যশকে (Yash) দেখে সকলের উত্তেজনা তুঙ্গে। অপরদিকে সানি দেওলকে হনুমান হিসেবে দেখে দর্শকমহল শিহরিত।
ছবির বাজেট যেমন আকাশছোঁয়া, তেমনই আকাশছোঁয়া এই ছবির অভিনেতাদের পারিশ্রমিকও। শোনা যাচ্ছে এই প্রজেক্টের জন্য দিন রাত এক করে দিয়েছেন অভিনেতা রণবীর কাপুর। তীরন্দাজির প্রশিক্ষণ নেওয়া থেকে শুরু করে, গলার স্বর পরিবর্তন, শরীর চর্চা সবই নিষ্ঠা ভরে করছেন রণবীর। তবে যেমন খাটছেন, তেমনই পারিশ্রমিক হাঁকিয়েছেন রণবীর কাপুর। প্রতিটি পর্বের জন্য নিচ্ছেন ৭৫ কোটি টাকা! মানে ২টি পর্বে তাঁর মোট আয় ১৫০ কোটি টাকা।
রাবণের ভূমিকায় যশ শুধু অভিনয়ই করছেন না, তিনি সহ-প্রযোজকও। যশ প্রতি পর্বের জন্য নিচ্ছেন ৫০ কোটি। অন্যদিকে হনুমানের চরিত্রে সানি দেওল নিচ্ছেন ২০ কোটি। সীতার চরিত্রে অভিনয় করা সাই পল্লবীর পারিশ্রমিক সেই তুলনায় অনেক কম। তিনি প্রতি পর্বের জন্য ৬ কোটি টাকা করে নিচ্ছেন, অর্থাৎ তাঁর মোট আয় ১২ কোটি টাকা। বিগ বাজেটের এই ছবি ঘিরে নির্মাতারা ভীষণভাবে আশাবাদী। দর্শকেরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ছবির জন্য।