Rajkummar Rao: বাবা-মা হচ্ছেন! সুখবর দিলেন রাজকুমার-পত্রলেখা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৪৬: সুখবর দিলেন বলিউডের তারকা দম্পত্তি রাজকুমার রাও ও পত্রলেখা। সোশাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের জানিয়ে দিলেন খুব শীঘ্রই তাঁদের জীবনে আসতে চলেছে নতুন সদস্য।
১১ বছর লিভ ইন সম্পর্কে থাকার পর ২০২১ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন রাজকুমার রাও এবং পত্রলেখা পাল। তাঁদের বিয়েতে আভিজাত্যে পরিপূর্ণ বাঙালিয়ানার ছোঁয়া দেখে অনেকেই প্রশংসা করেছিলেন। সেদিনই একে-অপরকে বলেছিলেন – ‘আমার পরান ভরা ভালবাসা তোমায় সমর্পণ করিলাম।’ এবার বিয়ের সাড়ে তিন বছর বাদে মা-বাবা হওয়ার সুখবর শোনালেন তারকাদম্পতি।
সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় তাঁরা শেয়ার করেন একটি সুন্দর দোলনার ছবি, যেখানে লেখা ছিল—“সন্তান আসছে”। সঙ্গে রাজকুমারের ক্যাপশন—“উচ্ছ্বসিত”—অত্যন্ত সংক্ষিপ্ত অথচ আবেগে ভরপুর। এই পোস্ট সামনে আসতেই শুভেচ্ছাবার্তার বন্যা বইতে শুরু করে বলিউডে। বরুণ ধাওয়ান লেখেন, “শুভেচ্ছা”, সোনম কাপুর আহুজা মন্তব্য করেন, “তোমাদের দু’জনের জন্যেই দারুণ খুশি আমি…”, পুলকিত সম্রাট লেখেন, “উফফ!! তোমাদের দু’জনকেই শুভেচ্ছা বন্ধু!! ”, নেহা ধুপিয়া লেখেন, “অনেক শুভেচ্ছা দু’জনকেই ”, আর সবচেয়ে মজার মন্তব্যটি করেন পরিচালক-নৃত্যশিল্পী ফারাহ খান—“যাক শেষমেশ খবরটা প্রকাশ্যে এল!! এতদিন এরকম খবর চেপে রাখতে নিজেরই চাপ লাগছিল… শুভেচ্ছা”