ফের ১০০ দিনের কাজে সেরা বাংলা

এর আগে ২০১৭-১৮ (৩১.২৫ কোটি) এবং ২০১৮-১৯ (৩৩.৮২ কোটি), পরপর দুটি বছরেও রাজ্যে সব থেকে বেশি শ্রমদিবস তৈরি হয়েছে বলেও রাজ্যসভায় জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়নমন্ত্রী।

September 26, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

 ১০০ দিনের কাজে লাগাতার রেকর্ড গড়ছে বাংলা। স্বীকার করল কেন্দ্র। একশো দিনের কাজ প্রকল্পে সারা দেশে সব থেকে বেশি রোজগার তৈরির রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ। একইসঙ্গে তৃণমূল কংগ্রেস শাসিত এই রাজ্যেই সৃষ্টি হয়েছে সব থেকে বেশি শ্রমদিবস। রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। তৃণমূল সাংসদ ডা মানস ভুঁইয়ার আনা প্রশ্নের জবাবে লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন তিনি। কেন্দ্র জানাচ্ছে, চলতি ২০১৯-২০ আর্থিক বছরে রাজ্যে মনরেগা খাতে মজুরি প্রদান করা হয়েছে ৭৫০১ কোটি টাকা, যা দেশের মধ্যে সর্বাধিক। এর আগে ২০১৭-১৮ (৩১.২৫ কোটি) এবং ২০১৮-১৯ (৩৩.৮২ কোটি), পরপর দুটি বছরেও রাজ্যে সব থেকে বেশি শ্রমদিবস তৈরি হয়েছে বলেও রাজ্যসভায় জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়নমন্ত্রী।

রাজ্যের এই সাফল্য সম্পর্কে বলতে গিয়ে মানস ভুঁইয়া বলেন, কেন্দ্রীয় সরকারের শত বঞ্চনা, অবিচারের পরেও গত ছবছরে এই রাজ্যে একজন কৃষকও আত্মহত্যা করেননি। এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য। মানস বলেন, কেন্দ্রের সেই তথ্য নাকি মানতে চাননি অনেকেই। এবার কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রকের এই রিপোর্ট দেখে তারা কী বলবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে কৃষকদের মতোই সমান মর্যাদা দেওয়া হয় খেটেখাওয়া শ্রমিক ভাই-বোনদের। মানসের দাবি, মুখ্যমন্ত্রী নিজে এখানে সব কিছুর দেখভাল করেন, ব্যক্তিগত উদ্যোগে। তাই এখানে দেখা যায় প্রকৃত উন্নয়ন। এই কারণেই সারা দেশের মধ্যে আমাদের রাজ্যে সব থেকে বেশি শ্রমদিবস তৈরি হয়, সব থেকে বেশি মজুরিও পান শ্রমিক ভাই-বোনেরা। আমার মনে হয়, যাবতীয় রাজনৈতিক মতাদর্শগত বিভেদ ভুলে অবিলম্বে গোটা দেশের বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলির উচিত কাজ হবে বাংলাকে মডেল হিসেবে ধরে কাজ করা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen