FIFA Club World Cup Semi-Final : পিএসজি ঝড়ে তছনছ রিয়াল দুর্গ! ক্লাব বিশ্বকাপের ফাইনালে ডেম্বেলরা

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১১:৩০: এবারের ফিফা ক্লাব বিশ্বকাপ যেন এক অঘটনের বড় মঞ্চ। প্রতিযোগিতার শুরু থেকেই একের পর এক অঘটন লেগেই রয়েছে। এই যেমন তথা কথিত বড় দলগুলোর প্রতিযোগিতার শুরুতেই বিদায় বা ছোট দলগুলোর দাপুটে ফুটবল উপহার। আবার একাধিক নতুন প্রতিভার জন্ম। সব মিলিয়ে একেবারে জমজমাট ব্যাপার।
ভারতীয় সময় বুধবার রাতে ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ইউরোপের দুই বড় ক্লাব পিএসজি (PSG) ও রিয়াল মাদ্রিদ ( Real Madrid)। সেই ম্যাচেই ঘটলো বড় অঘটন। ১৬ বারের উসিএল চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে ০-৪ গোলে হরিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলো সদ্য ইউরোপসেরা হওয়া ক্লাব পিএসজি।
ম্যাচের শুরু থেকেই যেন পুরো একপেশে ফুটবল খেলে গেলো প্যারিসের এই ক্লাব। ম্যাচ শুরুর ২৫ মিনিটের মধ্যেই সেই ম্যাচ প্রায় নিজেদের দখলে নিয়েনেয় পিএসজি। ম্যাচের ২৫ মিনিটের মধ্যে পিএসজির ঝড়ের আক্রমণে লন্ডভন্ড হয়ে গিয়েছিল মাদ্রিদের রক্ষণদুর্গ।ম্যাচের ৬ মিনিটের মাথায় পিএসজিকে প্রথম গোল করে এগিয়ে দেন ফাবিয়ান রুইজ। ঠিক তার ৪মিনিটের মাথায় ম্যাচের দ্বিতীয় গোল আসে উসমান ডেম্বেলের থেকে। ফের কিছুক্ষণ পরেই আবার রিয়াল মাদ্রিদের জাল কাঁপান ফাবিয়ান লুইজ।
এর পরে একটার পর এক আক্রমণ করে চলেছিল পিএসজির আক্রমণ ভাগ। এরই মধ্যে মাদ্রিদ গোলকিপার কুর্তোয়া দুটি অবধারিত গোল বাঁচান।
এরপরে রিয়াল মাদ্রিদ একাধিক চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি। নতুন কোচের অধীনে রিয়াল মাদ্রিদ দল যেন একবারে অগোছালো এই ম্যাচে। ভিনি, এম্বাপেদের মধ্যে সারা ম্যাচ জুড়ে বোঝা গেলো দলে বোঝাপড়ার অভাব স্পষ্ট।
ম্যাচের ৮৭ মিনিটের মাথায় রামোস গোল করে রিয়ালের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন।রিয়ালকে ওড়ানোর পর ফাইনালে চেলসির মুখোমুখি হবে প্যারিস সা জাঁ।