ফের কলকাতা মেট্রোয় বিভ্রাট

July 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১২:১৯: মেট্রো বিভ্রাট (Service disrupted) তো এখন কলকাতাবাসীর নিত্যদিনের সঙ্গী, আজও তার অন্যথা হয়নি। সপ্তাহের মাঝে অফিস টাইমে আবারও মেট্রো (Kolkata Metro) বিভ্রাট। আজ সকালে ডাউন লাইনে মেট্রো পরিষেবা আংশিক ব্যাহত হয়। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর (Dakshineswar) থেকে কবি সুভাষ (Kavi Subhash) কবি লাইনে সময়সা শুরু হয় সকাল থেকেই।

মেট্রো সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার (Thursday) সকাল আটটা নাগাদ নোয়াপাড়া কারশেডের থার্ড লাইনে সমস্যা দেখা যায়। নোয়াপাড়া মেট্রো কারশেডের থার্ড লাইনে বিদ্যুৎ ট্রিপ করে, ফলে কারশেড থেকে মেট্রো রেকগুলিকে লাইনে এনে পরিষেবা শুরু করতে সমস্যা হচ্ছিল। সকাল ৮ টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত নোয়াপাড়া থেকে কোন মেট্রো ছাড়েনি। ফলে দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত পরিষেবা ব্যাহত হয় কিছুক্ষণের জন্য।

মেট্রো কর্তৃপক্ষের দাবি, দুটি নির্ধারিত সময়ের মেট্রোর মধ্যে একটি দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাচ্ছিল। কিন্তু এর প্রভাবে পড়ে প্রায় সব স্টেশনেই। তবে দমদম পর্যন্ত পরিষেবা স্বাভাবিক ছিল। তা সত্ত্বেও, সমস্যায় পড়তে হয় অনেক যাত্রীকে।

প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ যাত্রী ব্যবহার করেন এই পরিষেবা। অফিস ডে থেকে উৎসব সবক্ষেত্রেই মেট্রো যেন লাইফ লাইন। কারণ ট্রাফিক জ্যাম নেই, একবার উঠলেই এক মুহূর্তে গন্তব্যে পৌঁছে যাওয়া। কখনও সিগন্যালের সমস্যা, কখনও আত্মহত্যা, কখনও জল ঢুকে গিয়ে মেট্রো বন্ধ হয়ে যাওয়া। কিন্তু বারংবার এইসব সমস্যা সত্ত্বেও উদাসীন মেট্রো কর্তৃপক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen