ভোটার তালিকা সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত নির্বাচন কমিশন

যে সময়ে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু করা হয়েছে, তা প্রশ্নের উদ্রেক ঘটাচ্ছে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

July 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০৬: ‘আপনাদের কাজ এখানে সমস্যা নয়, সমস্যা সময় নিয়ে।’ নির্বাচন কমিশনের (Election Commission Of India) বিহারে ভোটার তালিকা (Voter List) সংশোধন নিয়ে বৃহস্পতিবার এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আইনত এমন পদক্ষেপ করার অধিকার আছে কমিশনের। কিন্তু যে সময়ে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু করা হয়েছে, তা প্রশ্নের উদ্রেক ঘটাচ্ছে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

এদিন বিহারে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধনের (SIR) নিয়ে সুপ্রিম কোর্টে কমিশনের আইনজীবী বলেন, “বৈধ ভোটার কারও নাম বাদ যাবে না। প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে কমিশনের প্রতিনিধিরা সমীক্ষা করবেন।”

বিচারপতির প্রশ্নের প্রেক্ষিতে কমিশনের আইনজীবী বলেন, “আধার কার্ড পরিচয় প্রমাণ হিসাবে ব্যবহার করা হয়। কিন্তু অন্য বিষয়ের জন্য তার ব্যবহার সীমিত। প্রতিটি নথির নিজস্ব সীমিত উদ্দেশ্য রয়েছে, শুধুমাত্র সেই উদ্দেশ্যেই সেটা বৈধ।”

সুপ্রিম কোর্টে (Supreme Court of India) কমিশনের আইনজীবী বলেন, “আধার কার্ড ভারতে বসবাসকারী নাগরিকদের দেওয়া যেতে পারে। আধার আইনের অধীনে প্রতিটি বাসিন্দার অধিকার আছে আধার কার্ড পাওয়ার। কিন্তু আধার নম্বর নাগরিকত্ব প্রমাণ করে না। তবে কেউ যদি আমার পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, আমি আধার দেখিয়ে তা প্রমাণ করতে পারি।” বিচারপতি ধুলিয়া বলেন, “জাতি শংসাপত্র আধারের ভিত্তিতে দেওয়া হয়। আপনাদের প্রয়োজনীয় তালিকায় জাতি শংসাপত্র রয়েছে। অথচ আধার নেই।”

কমিশনের আইনজীবী বলেন, “জাতি শংসাপত্র শুধুমাত্র আধারের উপর ভিত্তি করে দেওয়া হয় না।” বিচারপতি ধুলিয়া বলেন, “কিন্তু এখন আধার অনেক গুরুত্তপূর্ণ নথি হিসাবে ব্যবহার করা হয়। আপনারা সেই নথিকেই বাদ দিতে চাইছেন।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen