রাঁচিতে ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক, মুখোমুখি রাজ্য ও কেন্দ্র
প্রশাসনিক সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ৫ রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০৬: আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) রাঁচিতে বসতে চলেছে ইস্টার্ন জোনাল কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে আয়োজিত এই সভায় অংশ নেওয়ার কথা পূর্ব ভারতের পাঁচ রাজ্যের। এগুলি হল — পশ্চিমবঙ্গ (West Bengal), বিহার (Bihar), ঝাড়খণ্ড (Jharkhand), ওড়িশা (Odisha) ও ছত্তিশগড় (Chhattisgarh)।
ভারতে মোট পাঁচটি জোনাল কাউন্সিল রয়েছে এবং এই ৫ কাউন্সিলের চেয়ারপার্সন অমিত শাহ। প্রশাসনিক সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ৫ রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিবর্তে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যসচিব ও অর্থসচিব। তবে বৈঠকে রাজ্যের অবস্থান কী হবে, সে বিষয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে।
বৈঠকে কী আলোচনা হবে:
একাধিক সংবেদনশীল বিষয় যেমন – সীমান্ত অঞ্চলের নিরাপত্তা ও উন্নয়ন, আন্তঃরাজ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাওবাদী সমস্যা নিয়ন্ত্রণ, নদী ও জলসম্পদ ব্যবস্থাপনা, এমনকি মানব পাচারের মতো গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি কেন্দ্র ও রাজ্য সরকারের সম্পর্কে নতুনভাবে চিড় ধরেছে। নীতি আয়োগের একটি প্রতিবেদনে বিহারের মানচিত্রকে ভুল করে পশ্চিমবঙ্গ হিসেবে দেখানোয় কড়া প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মে নীতি আয়োগকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এই বৈঠকে রাজ্যের তরফে এই বিষয়টি ফের তোলা হতে পারে বলেও মনে করছে সংশ্লিষ্ট মহল। পাশাপাশি রাজ্যের কেন্দ্রের থেকে পাওনা বকেয়ার বিষয়টিও উত্থাপিত হতে পারে। সব মিলিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক দিক থেকে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর হিসেবেই মনে করছে রাজনৈতিক মহল।