শ্রাবণী মেলার শুভেচ্ছার সঙ্গে বিশেষ ব্যবস্থার কথা লিখলেন মুখ্যমন্ত্রী

বাবা তারকনাথের মাহাত্ম্যধন্য পবিত্র তীর্থক্ষেত্রে গোটা শ্রাবণ মাস জুড়ে ভগবান শিবের আশীর্বাদ কামনায় সমাগম ঘটে লক্ষ-লক্ষ ভক্তবৃন্দের।

July 10, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:২২: আজ থেকে হুগলীর তারকেশ্বরে শুরু হল শ্রাবণী মেলা (Shraboni Mela 2025)। নিজের এক্স হ্যান্ডেলে ভক্তদের শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলার হুগলি জেলার ঐতিহ্যবাহী তারকেশ্বর (Tarakeswar) শ্রাবণী মেলা আজ থেকে শুরু হচ্ছে। বাবা তারকনাথের মাহাত্ম্যধন্য এই পবিত্র তীর্থক্ষেত্রে প্রতিবছরই গোটা শ্রাবণ মাস জুড়ে ভগবান শিবের আশীর্বাদ কামনায় সমাগম ঘটে লক্ষ-লক্ষ ভক্তবৃন্দের। আমি এই মেলায় আগত সেই সকল ভক্তবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’’

তারকেশ্বরের উন্নতিতে রাজ্য সরকার কী কী পদক্ষেপ নিয়েছে সেকথাও উল্লেখ করে তিনি লিখেছেন, “তারকেশ্বর ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সামগ্রিক উন্নয়নকল্পে এবং পুণ্যার্থীদের সুবিধার্থে আমাদের সরকার নানান পদক্ষেপ করেছে যার মধ্যে আছে এলাকাজুড়ে রাস্তাঘাটের সংস্কার,পানীয় জলের ব্যবস্থা, দুধপুকুরের সংস্কার, স্নানঘাট নির্মাণ, তীর্থযাত্রীদের জন্য বিশ্রামাগার, স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, তীর্থযাত্রীদের নিরাপত্তা আরো সুনিশ্চিত করার জন্য অতিরিক্ত পুলিশি ব্যবস্থা, সিসিটিভি, ইত্যাদি। আমাদের গড়ে দেওয়া তারকেশ্বর উন্নয়ন কর্তৃপক্ষ এলাকার উন্নয়নে সদা সক্রিয়।সকল ভক্তবৃন্দকে বলব – সাবধানে, আস্তে আস্তে যান। ভাল করে জল ঢেলে নিরাপদে ফিরে আসুন।”

শ্রাবণী মেলা উপলক্ষ্যে বিশেষ ট্রেন:

  • হাওড়া – তারকেশ্বর রুটে চলবে চার জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন। ১০ জুলাই থেকে শুরু হয়ে ১৮ অগাস্ট পর্যন্ত বিভিন্ন রবিবার, সোমবার ও উৎসবের নির্দিষ্ট দিনগুলিতে চলবে এই বিশেষ ট্রেনগুলি।
  • হাওড়া থেকে ছাড়বে: রাত ১২:৩০, রাত ০২:৪০, রাত ০৩:২০, ভোর ০৪:১৫ মিনিটে
  • তারকেশ্বরে পৌঁছবে: দুপুর ২:০০, বিকেল ৪:১০, ৪:৫০ ও ৫:৪৫ মিনিটে।
  • তারকেশ্বর থেকে হাওড়াগামী ট্রেনগুলি ছাড়বে রাত ১:৩৫, রাত ২:১৭, রাত ২:৩০ ও সকাল ০৫:৫৫ মিনিটে।
  • শেওড়াফুলি – তারকেশ্বর রুটে চলবে পাঁচ জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন, যা সকাল ০৬:৫৫ থেকে সন্ধ্যা ৭:৩৫ এর মধ্যে বিভিন্ন সময়ে ছাড়বে এবং প্রতিটি স্টেশনে থামবে। ফেরার সময় ট্রেনগুলি তারকেশ্বর থেকে ছাড়বে সকাল ০৫:৫৫ থেকে সন্ধ্যা ৬:৩৫ পর্যন্ত।
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen