‘আজ জীবন যেন পূর্ণতা পেল’, লর্ডসে বিরল সম্মান প্রাপ্তির পর আবেগ ধরে রাখতে পারলেন না শচীন

শচীনের ছবিটি এঁকেছেন চিত্র শিল্পী স্টুয়ার্ট রিয়ারসন। ছবিটি বছরের শেষ পর্যন্ত এমসিসির সংগ্রহশালাতেই থাকবে। তার পর রাখা হবে লর্ডসের সাজঘরে।

July 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৫৮: রেকর্ড আর পরিসংখ্যান বলছে, ক্রিকেটের মক্কা লর্ডসে (Lord’s) কোনওদিনই সেভাবে দাপট দেখাতে পারেননি মাস্টার ব্লাস্টার। না নজরকাড়া ইনিংস, না তেমন কোনও স্মরণীয় শতরান। লর্ডস ব্যাটসম্যান শচীন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) বরাবর খালি হাতে ফিরিয়েছে। সেই লর্ডেসেই সম্মানিত হলেন শচীন। যা নিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না ক্রিকেট কিংবদন্তি।

বৃহস্পতিবার ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট শুরুর আগে লর্ডসে এমসিসির ক্রিকেট সংগ্রহশালায় (MCC Museum) শচীনের প্রতিকৃতি উদ্বোধন হয়। শচীনের ছবিটি এঁকেছেন চিত্র শিল্পী স্টুয়ার্ট রিয়ারসন। ছবিটি বছরের শেষ পর্যন্ত এমসিসির সংগ্রহশালাতেই থাকবে। তার পর রাখা হবে লর্ডসের সাজঘরে। লর্ডসের সংগ্রহশালায় নিজের প্রতিকৃতি স্থান পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন শচীন।

প্রথা অনুযায়ী লর্ডসে টেস্ট শুরুর আগে ঘণ্টা বাজানো হয়। খেলার শুরুর ৫ মিনিট আগে বাজানো হয় ঘণ্টা। স্টেডিয়ামে উপস্থিত সকলকে খেলা শুরুর বার্তা দিতেই এই ব্যবস্থা শুরু হয় ২০০৭ সালে। সেই প্রথা মেনে এদিন ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট শুরুর আগে ঘণ্টা বাজালেন শচীন।

১৯৮৮ সালে কিশোর বয়সে লর্ডনের অন্যতম আইকনিক স্টেডিয়ামে প্রথম পা রাখা। পরের বছর ফের খেলতে আসেন স্টার ক্রিকেট ক্লাব দলের হয়ে। এই স্মৃতি রোমন্থন করতে গিয়ে এক্স-হ্যান্ডেলে শচীন লিখেছেন, ‘১৯৮৮-তে লর্ডসে এসেছিলাম কিশোর হিসেবে, এক বুক স্বপ্ন নিয়ে। আজ জীবন যেন পূর্ণতা পেল। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন!’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen