চোখে অসহ্য যন্ত্রণা!! কী হল স্বস্তিকার?
সেটে বড় বড় স্ট্যান্ডিং পাখা চালানো ছিল, আর সেখান থেকেই হঠাৎ বড় দানার বালি হাওয়ায় উড়ে ঢোকে স্বস্তিকার চোখে। তার থেকে এত বড় বিপত্তি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪৫: ‘উইন্ডোজ’ প্রযোজিত ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর শুটিংয়ে হঠাৎ কর্নিয়া ড্যামেজ হয় অভিনেত্রী স্বস্তিকা দত্তর। তিনি জানান যে চোখে লঙ্কাগুঁড়ো ঢুকে যাওয়ার মতো জ্বালা বোধ করেছেন। তবে এখন অনেকটাই ভালো আছেন তিনি।
জোরে হাওয়া বইছে এমন একটি দৃশ্য শুট হচ্ছিল। সেটে বড় বড় স্ট্যান্ডিং পাখা চালানো ছিল, আর সেখান থেকেই হঠাৎ বড় দানার বালি হাওয়ায় উড়ে ঢোকে স্বস্তিকার চোখে। তার থেকে এত বড় বিপত্তি।
প্রোডাকশন থেকে ৪৮ ঘণ্টার ব্রেক দেওয়া হয়েছিল তাঁকে। সিনেমার শুটিং, সকলের ডেট নেওয়া ছিল আগে থেকে। তাই পুরো শুটিং পিছিয়ে দেওয়া সম্ভব ছিল না।
তবে অভিনেত্রী ভীষনভাবে বিরক্ত কিছুজনের কথায়। অনেকে বলছেন এটা নাকি ছবির প্রচারের অংশ। আর সেটা শুনেই স্বস্তিকা ক্ষোভ উগরে দিলেন, ”অনেক জায়গায় শুনছি এটা প্রচারের অংশ। ‘উইন্ডোজ’-এর মতো ছবিতে কাজ করে, যদি আমার শারীরিক অসুস্থতার কথা বলে প্রচার করতে হয়, তা হলে বলব, এই ছবিটা তো দর্শককে দেখতে আসতে হবেই!
তবে শেষ ভালো যার, সব ভালো তার। সব বিপত্তি কাটিয়ে অভিনেত্রী আবার শুটিং – এ ফিরেছেন সেটাই ভালো খবর