Vegetables Price: টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন! কী পদক্ষেপ টাস্ক ফোর্সের?

July 11, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪২: টানা বৃষ্টির জেরে ফের আগুন বাজারে (Vegetable Price Hike)। কলকাতা (Kolkata) সহ আশপাশের বাজারে লঙ্কা থেকে বেগুন, টমেটো থেকে ঢ্যাঁড়শ—সব সবজিরই দাম আকাশ ছুঁয়েছে। শুক্রবার সকালে শহরের বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেল, সপ্তাহখানেক আগেও ৭০ টাকা কেজি লঙ্কা বিক্রি হলেও এখন তা ২০০ টাকা! বেগুন ৯০-১০০ টাকা, টমেটো ৮০-১০০ টাকা, পটল ৬০ টাকা, ঢ্যাঁড়শ ৬০ টাকা, ঝিঙে ও করলা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

একমাত্র আলুর দাম কিছুটা স্থিতিশীল, ২০ টাকা কেজির আশেপাশে। তবে মাছ-মাংসের দামও উর্ধ্বমুখী। ব্যবসায়ীদের দাবি, টানা বৃষ্টিতে (Heavy Rain) চাষের ক্ষতি হয়েছে। বহু জমিতে জল জমে সবজি নষ্ট, জোগান কম, ফলে দাম চড়ছে। বিশেষ করে কাঁচা লঙ্কা (Green Chilli) প্রায় শেষের পথে। বেলডাঙার লঙ্কাও শেষ। বাইরের রাজ্য থেকে লঙ্কা এলে দাম কিছুটা কমতে পারে বলে আশা।

তবে সাধারণ মানুষের (Common People) অভিযোগ, বৃষ্টি অজুহাত মাত্র। অনেকেই ইচ্ছাকৃতভাবে দাম বাড়িয়ে মুনাফা করছে। ইতিমধ্যেই বাজারে টাস্ক ফোর্সের (Market Task Force) অভিযান শুরু হচ্ছে। এক কর্তা জানান, অযৌক্তিক মূল্যবৃদ্ধি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আজ (শুক্রবার) থেকেই অভিযান শুরু হচ্ছে। কেউ অতিরিক্ত মুনাফা করলে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen