পঞ্চায়েতগুলির আয় অন্তত ৫০ শতাংশ জনস্বার্থে ব্যয় বাধ্যতামূলক, কড়া নির্দেশ নবান্নের

July 11, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:২৫: পঞ্চায়েতের আয় এবার বাধ্যতামূলক জনস্বার্থে! নবান্নের নতুন নির্দেশে সাফ বার্তা—নিজস্ব আয়ের অন্তত ৫০% খরচ করতেই হবে এলাকার উন্নয়নে। নির্দেশ না মানলে বন্ধ হয়ে যাবে সরকারি অনুদান ও ইনসেন্টিভ।

রাজ্য সরকার প্রতি বছর পঞ্চায়েতগুলির জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করে। বাংলার বাড়ি, কর্মশ্রী-সহ একাধিক প্রকল্পের টাকা ছাড়াও, পঞ্চায়েতগুলি পায় কেন্দ্র ও রাজ্যের অর্থ কমিশনের অনুদান। এ ছাড়াও পঞ্চায়েতগুলির নিজস্ব আয় রয়েছে। এতদিন নিজস্ব আয়ের কোনও নির্দিষ্ট ব্যবহারবিধি না থাকলেও, এবার তা বাধ্যতামূলক করা হল।

নতুন নিয়ম অনুযায়ী, নিজস্ব আয়ের অন্তত ৫০ শতাংশ এলাকার উন্নয়ন এবং জনস্বার্থে খরচ করতেই হবে। না হলে বন্ধ হবে পারফরম্যান্স গ্রান্ট ও অন্যান্য সরকারি অনুদান।

পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য। কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্পের অর্থ বন্ধ করে দেওয়ায় রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে। পঞ্চায়েতগুলির নিজস্ব আয় উন্নয়নের কাজে ব্যবহার হলে, সরাসরি তার সুফল পৌঁছবে সাধারণ মানুষের কাছে।

এদিকে, জুলাই থেকেই শুরু হচ্ছে ২০২৪-২৫ অর্থবর্ষের পঞ্চায়েতগুলির বার্ষিক মূল্যায়ন। এবার ২৭টি শর্তাবলির মধ্যে ১০টি নতুন শর্ত যুক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজস্ব আয়ের ৫০ শতাংশ জনস্বার্থে খরচ ও ১০ শতাংশ আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা। নবান্নের দাবি, এতে পঞ্চায়েতগুলির আয় বাড়বে এবং উন্নয়নমূলক কাজেও গতি আসবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen