FIFA ক্রমতালিকায় ফের পতন, ১৩৩ নম্বরে নেমে এলো ভারত

July 11, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০৫: ভারতীয় ফুটবল এবং হতাশা দুটোই যেন এই সময় যাবত একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। ভারতীয় ফুটবলের উপর থেকে যেন এই হতাশার মেঘ কোনোমতেই কাটছে না। আট বছর পর আবারও সেই চেনা হতাশা। ফিফা-র সদ্য প্রকাশিত ক্রমতালিকায় ১৩৩ নম্বরে নেমে এসেছে ভারতীয় ফুটবল দল। ২০১৭ সালের পর এই প্রথম ১৩০-এর নিচে নামল ভারতের ফিফা র‍্যাঙ্কিং। সারা বিশ্বের ২১০টি দেশের মধ্যে ভারতের এই হতাশা শুধু ক্রমতালিকা তেই নয় , পারফরম্যান্সেও ফুটে উঠছে। প্রতি খেলায় ছন্নছাড়া ফুটবল এবং একের পর এক ম্যাচে হার। সমর্থক থেকে ভারতের প্রাক্তন প্লেয়ার সকলেই বেজায় ক্ষুব্ধ ভারতীয় দলের এই পারফরমেন্স দেখে।

এই বছর ২০২৫ সালে এখন পর্যন্ত মোট চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ভারত। তবে এর মধ্যে একটি ম্যাচেও জয় পায়নি ভারতীয় দল। তিনটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে, একটি ম্যাচ ড্র হয়েছে। এমনকি ফিফা রাঙ্কিংয়ে অনেক নিচে থাকা বাংলাদেশকেও হারাতে পারেনি ভারত।

এশিয়ার মধ্যে বর্তমানে ভারতের অবস্থান ২৪ নম্বরে। মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মতো দেশও ভারতের চেয়ে উপরে চলে গেছে। কেবল বাংলাদেশ (১৮৪), ভুটান (১৮৬), শ্রীলঙ্কা (১৯৬), মায়ানমার (১৬০), আফগানিস্তান (১৬১) এবং মালদ্বীপ (১৭১) ভারতের পরে রয়েছে। একেবারে শেষের দিকে রয়েছে পাকিস্তান (২০১)।

প্রাক্তন ভারতীয় কোচ স্টিফেন কনস্টানটাইনের কোচিংয়ে একসময় ৯৬ নম্বরে উঠে এসেছিল ভারত। ইগর স্টিমাচ এর সময়ও দলের পারফরম্যান্স এতটা হতাশাজনক ছিল না।কিন্তু মানোলো মার্কেজ কোচ হওয়ার পর থেকেই শুরু হয়েছে আরো অধঃপতনে যাওয়া। মানালোর অধীনে মোট আটটি ম্যাচ খেলেছে ভারত। সেই আটটি ম্যাচে মাত্র একটি জয় আসে, তাও ফ্রেন্ডলি ম্যাচে। এরই কারণে পদত্যাগ করতে বাধ্য হন মানালো । শেষ পর্যন্ত এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে হংকং এর বিরুদ্ধে শেষ ম্যাচ খেলান তিনি। এরপরই পদত্যাগ করেন ভারতীয় দলের কোচের পথ থেকে।

এখন আবার ভারতীয় ফুটবল দল নতুন কোচের সন্ধানে রয়েছে। এই পরিস্থিতিতে ভারতের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মোহনবাগানকে আইএসএল চ্যাম্পিয়ন করা আন্তোনিয়ো লোপেস হাবাস থেকে শুরু করে মোহামেডান স্পোর্টিং ক্লাব কে আই লিগ চ্যাম্পিয়ন করা রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিসভ। একাধিক ভারতীয় কোচরাও এই জাতীয় দলের কোচিংয়ের জন্য আবেদন করেছেন। সঞ্জয় সেন থেকে খালিদ জামিল একাধিক নাম ঘোরাফেরা করছে এআইএফএফের অন্দরমহলে। এবার দেখার বিষয় ভারতীয় দলের নতুন কোচের দায়িত্ব পান কি না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen