টিকিট কেলেঙ্কারিতে উত্তাল HCA, তদন্তে সিআইডি! বিস্ফোরক অভিযোগ আজহারউদ্দিনের

এই ঘটনায় হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের চরম দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন।

July 11, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৫১: হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (HCA)-এ এবার জালিয়াতির ছায়া। আইপিএলের টিকিট বিতরণে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন HCA-র সভাপতি জগনমোহন রাও-সহ আরও চার শীর্ষকর্তা। জগনমোহন রাও ছাড়াও কোষাধ্যক্ষ সি. শ্রীনিবাস রাও, সিইও সুনীল কান্তে, সচিব রাজেন্দ্র যাদব এবং তাঁর স্ত্রী জি. কবিতাকে নিজেদের হেফাজতে নিয়েছে সিআইডি। আর এই ঘটনায় হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের চরম দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন।

আজহারউদ্দিন, যিনি HCA-র প্রাক্তন সভাপতি, তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “HCA-র ধারাবাহিক দুর্নীতি দেখে আমি অবাক। টিকিট দুর্নীতি তো রয়েছেই, পাশাপাশি দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ বর্তমান কমিটি। তাঁদের উচিত সমস্ত দায় নিজের কাঁধে নেওয়া।”

তিনি আরও দাবি করেন, অবিলম্বে তদন্ত করে বর্তমান কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হোক।

এই ঘটনার সূত্রপাত হয় চলতি আইপিএল মরসুম চলাকালীন। অভিযোগ, সানরাইজার্স হায়দ্রাবাদ ের ম্যাচে টিকিট বিতরণে অনিয়ম হয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ ফ্র্যাঞ্চাইজির জেনারেল ম্যানেজার শ্রীনাথ টিবি। তিনি জানান, “গত ১২ বছর ধরে আমরা এই মাঠে খেলছি। কিন্তু গত বছর থেকেই HCA নানাভাবে আমাদের সমস্যায় ফেলছে। প্রতি বছর আমরা F12A বক্সের ৫০টি টিকিট পেয়ে থাকি। এবার সেই টিকিট ভাগ করে দিতে বলা হয়েছে। ৩০টি টিকিট F12A বক্সে রেখে বাকি টিকিট অন্য বক্সে দিতে বলেছে HCA।” এমন চাপে ক্ষুব্ধ টিম ম্যানেজমেন্টও।

এখন প্রশ্ন উঠছে—একটা রাজ্যের ক্রিকেট প্রশাসন যদি এমন দুর্নীতিগ্রস্ত হয়, তবে উন্নতি কী ভাবে সম্ভব? আজহারউদ্দিনের মতো প্রাক্তন অধিনায়ক যেখানে স্বচ্ছতার দাবি তুলছেন, সেখানে বোর্ড ও প্রশাসনের ভূমিকা কতটা সক্রিয় হয়, এখন সেটাই দেখার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen