বাঙালিরা কাশ্মীরে যাবে না! শুভেন্দুর নয়া ফরমানে বিতর্ক

বিজেপি বিধায়কের কথায়, মুসলিম অধ্যুষিত কাশ্মীরে না গিয়ে হিন্দু-বাঙালিরা অন্য কোথাও গেলে প্রাণে বাঁচবেন। এই মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্য

July 11, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১৯: বৃহস্পতিবার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠক করেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ (Omar Abdullah)। বৈঠকের পর ওমর বলেন, ‘দিদির সঙ্গে একত্রে আমি এই প্রচেষ্টাই করব যাতে, জম্মু ও কাশ্মীর এবং পশ্চিমবঙ্গ শিল্পায়ন, বাণিজ্য ও পর্যটনের মতো ক্ষেত্রগুলিতে আরও নিবিড়ভাবে কাজ করতে পারে। আমি চাই, পশ্চিমবঙ্গ থেকে আরও বেশি পর্যটক জম্মু ও কাশ্মীর ভ্রমণ করুন। তাঁদের যত্ন নেওয়া এবং তাঁদের জন্য সবরকম ব্যবস্থা করা আমাদের দায়িত্ব।’

তার একদিন পরেই অর্থাৎ শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, তিনি চান কোনও বাঙালি যাতে কাশ্মীর (Jammu Kashmir) না যান! বিজেপি বিধায়কের কথায়, মুসলিম অধ্যুষিত কাশ্মীরে না গিয়ে হিন্দু-বাঙালিরা অন্য কোথাও গেলে প্রাণে বাঁচবেন। শুভেন্দুর এই মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্য-রাজনীতিতে।

যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যটকদের কাশ্মীর যাওয়ার জন্য উৎসাহিত করছেন। আহ্বান জানাচ্ছেন। সেখানে তাঁর দলেরই বাংলার নেতা বলছেন ওই রাজ্যে যাবেন না। যা নিয়ে তুঙ্গে বিতর্ক। এমনিতেই পহেলগাঁও কাণ্ডের পর কাশ্মীর নিয়ে সাধারণ মানুষের মনে ‘ভীতি’ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী মোদী সেই ‘ভয়’ দূর করতে উদ্যোগী। কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ নিজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন। সমস্ত বাঙালিকে তিনি ভূস্বর্গে আমন্ত্রণ জানিয়েছেন। তাতে সাড়া দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই রাজ্যে যেতে পারেন বলে খবর।

এই আবহে বিজেপি নেতা তথা পশ্চিমবঙ্গে বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারীর অবস্থান ভিন্ন মেরুতে। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কোনও বাঙালি কাশ্মীর যাবেন না। যেখানে মুসলিম জনসংখ্যা বেশি সেখানে যাবেন না।”

রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন, ”রাজ্যে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এসেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। প্রত্যেকেই বার্তা দিয়েছেন যে তাঁরা কাশ্মীরের পাশে আছেন। আমি জানি না শুভেন্দু অধিকারীর কী অ্যালার্জি হয়েছে।” শশীর স্পষ্ট কথা, বিজেপির কোনও নেতা বা সরকারও এভাবে রাজ্যবাসীকে কোথাও যাওয়ার বিষয়ে নির্দেশ দিতে পারে না। কোনও ফরমান জারি করতে পারেন না।

বিজেপির শীর্ষ নেতৃত্ব কাশ্মীরের পর্যটন নিয়ে ইতিবাচক বার্তা দিচ্ছে। এমনকী রাজ্য বিজেপির সদ্য নিযুক্ত সভাপতি শমীক ভট্টাচার্যও পর্যটন নিয়ে মুখ খোলেন। তাই শুভেন্দুর এই মন্তব্য ঘিরে প্রশ্ন উঠেছে যে তিনি দলের নেতাদের বিরুদ্ধেই মুখ খুললেন কিনা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen