বৃষ্টিভেজা নৈহাটিতে আটকে গেল মোহনবাগান, হাতছাড়া জয়ের হ্যাটট্রিক
রেলওয়ে এফসি-র বিরুদ্ধে লাল কার্ড দেখার জন্য এই ম্যাচে খেলতে পারেননি মোহনবাগানের গত ম্যাচের গোলদাতা সালাউদ্দিন আদনান।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:১৪: লিগের প্রথম ম্যাচে হারের পর টানা দুই ম্যাচ জিতে ছন্দে ফিরেছিল মোহনবাগান। সেই আত্মবিশ্বাস নিয়েই শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে মাঠে নেমেছিল সবুজ-মেরুন ব্রিগেড। তবে শেষ পর্যন্ত বৃষ্টিভেজা মাঠে কোনও দলই গোল করতে পারেনি। গোলশূন্য ভাবেই শেষ হয় ম্যাচ।
রেলওয়ে এফসি-র বিরুদ্ধে লাল কার্ড দেখার জন্য এই ম্যাচে খেলতে পারেননি মোহনবাগানের গত ম্যাচের গোলদাতা সালাউদ্দিন আদনান। তাঁর জায়গায় এ দিন সুযোগ পান তরুণ বাঙালি ফুটবলার শিবম মুণ্ডা, যিনি রেলের বিরুদ্ধেও নজরকাড়া গোল করেছিলেন। তবে এ দিন তাঁকে সেভাবে ছন্দে পাওয়া যায়নি।
খেলার শুরুতেই চমক দেয় জর্জ টেলিগ্রাফ। দূর থেকে নেওয়া শট উড়ে যায় পোস্টের উপর দিয়ে। ২২ মিনিটে ফ্রিকিক পায় মোহনবাগান, কিন্তু সেখানেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। পাল্টা আক্রমণেও একাধিকবার সবুজ-মেরুনকে চাপে ফেলেছিল সায়ন্তন দাস রায়ের দল। তবে মোহনবাগান ডিফেন্স সেই সব আক্রমণ সামলে নেয়।
বিরতির ঠিক আগে দু’দলই গোলের সুযোগ পেলেও কোনও দলই সফল হয়নি। দ্বিতীয়ার্ধেও ছবি একই। একাধিক সহজ সুযোগ তৈরি হলেও গোলের মুখ খুলতে পারেনি কেউ। ম্যাচের একেবারে শেষ লগ্নে জর্জের গোলকিপারের একেবারে সামনে গিয়েও বল জালে জড়াতে ব্যর্থ হয় মোহনবাগান।
এই ড্রয়ের ফলে তিন ম্যাচে মোহনবাগানের সংগ্রহ দাঁড়াল সাত পয়েন্টে। তবে এই ড্রয়ের ফলে হাতছাড়া হল জয়ের হ্যাটট্রিকের সুযোগ। যদিও ম্যাচে দু’দলই কিছু নজরকাড়া মুহূর্ত উপহার দিয়েছে। সামনে গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারলে ডেগি কর্ডোজোর ছেলেরা আবার জয়ের ছন্দে ফিরতে পারে।