জীবনশৈলী বিভাগে ফিরে যান

বাড়িতেই এ বার পার্লারের মতো স্পা 

September 27, 2020 | 2 min read

‘ওয়ার্ক ফ্রম হোম’-এর কারণে বাড়িতে থেকেও কোনও সময় নেই বেশিরভাগ মানুষেরই। সারা শরীরে ব্যথার সমস্যাও বেড়েছে। এ দিকে অনেক আবাসনে বা বাড়িতে এখন পরিচারিকা আসছেন না, তাই বাড়ির সব কাজ নিজেকেই করতে হচ্ছে৷ 

নিজের যত্ন নিতে মাঝে মাঝে স্পা করতে পারেন। এতে মনও ভাল থাকে। শরীরও তরতাজা হয়ে ওঠে। স্পা কিন্তু মহিলা ও পুরুষ উভয়েই করতে পারেন। নিউ নর্ম্যাল জীবনে মানসিক চাপ বেড়েছে অনেকটাই। সেই চাপ কাটাতেও পার্লারের মতো ‘রিল্যাক্সিং স্পা’ করতে পারেন বাড়িতেই।

ঘরেই মিলবে স্পার আরাম

  • নিজের জন্য ২ ঘণ্টা সময় বের করে নিতে হবে। ফোন বন্ধ করে রাখুন। প্রয়োজনে বাড়ির সদস্যদের জানিয়ে দিন, যাতে আপনাকে এ সময় কেউ বিরক্ত না করে। গিজারের সুইচ অন করুন কিংবা জল গরম করার ব্যবস্থা করুন। সঙ্গে হালকা গান বা বাদ্যযন্ত্র চালিয়ে দিতে হবে৷ বাটিতে কিছুটা গোলাপ জলে তুলোর প্যাড ডুবিয়ে ফ্রিজে ঠান্ডা হতে দিন৷
  • আধ বালতি ঈষদুষ্ণ গরম জলে এক চামচ বাথ সল্ট বা না থাকলে এক চামচ নুন দিয়ে পা ডুবিয়ে বসে থাকুন মিনিট ১০-১৫৷ সারা দিন দাঁড়িয়ে, বসে, ঝুঁকে হাজারো কাজ করে পায়ে যে ব্যথা হয়েছে তাতে একটু হলেও প্রলেপ পড়বে৷
  • ইচ্ছে হলে সাবান ও ব্রাশ দিয়ে ঘষে পা একটু পরিষ্কারও করে নিতে পারেন৷ ব্যথার জায়গাগুলো আলতো করে ম্যাসাজ করা যেতে পারে।
  • বাথটব থাকলে তো কথাই নেই, উষ্ণ জলে ফোম বাথ নিতে পারবেন। নইলে উষ্ণ ধারাস্নান করুন৷ শরীরের সব পেশি-সন্ধি ‘রিল্যাক্সড’ হবে।
  • বসে কাজ করার জন্য ঘাড় ও কোমরে ব্যথা হলে সে সব জায়গা দিয়ে গরম জল বয়ে যেতে দিন একটু বেশি সময় ধরে৷ ব্যথা অনেকটাই কমবে৷ লুফা ও সুগন্ধি সাবানে ঘষে গা পরিষ্কার করতে হবে। মরা কোষ উঠে যাবে। ত্বক ঝকঝকে হয়ে উঠবে৷ সুগন্ধে মনও তরতাজা হয়ে উঠবে।
  • বালতির জলে সুগন্ধি বাথ সল্ট মিশিয়েও ব্যবহার করতে পারেন। না থাকলে সাধারণ নুন মিশিয়ে নিন। খসখসে ত্বকে জল বেশিক্ষণ ধরে রাখতে নুনের ভূমিকা রয়েছে।
  • অনেকে জলে সুগন্ধী এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পছন্দ করেন৷ না থাকলে দু-ফোঁটা কোলনও মিশিয়ে নিতে পারেন৷ বেশ তরতাজা লাগবে।
  • পরিষ্কার নরম তোয়ালেতে গা মুছে ক্রিম বা ময়েশ্চারাইজার লাগান ভাল করে ঘষে ঘষে। ম্যাসাজের আরাম যেমন হবে, ত্বকও হবে নরম।
  • ঢিলেঢালা সুতির পোশাক পরে শুয়ে পড়ুন। চোখে-মুখে চাপা দিন ঠান্ডা গোলাপ জলে ভেজানো তুলো। গরম হয়ে গেলে আবার ভিজিয়ে নিন৷ ৫-১০ মিনিট শুয়ে থাকুন।
  • ইচ্ছে হলে ফ্রিজে রাখা ঠান্ডা শশার রস মুখে লাগিয়ে রাখুন খানিক ক্ষণ। শুকিয়ে গেলে ধুয়ে নিন ঠান্ডা জলের ঝাপটায়।ত্বক শুকনো লাগলে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে পারেন।
  • এর পর একটু ঘুম নয়তো পছন্দের পানীয় বা ফলের রসে চুমুক দিতে দিতে বই পড়া বা গান শোনা৷ ব্যস৷

তাই চিন্তার কোনও কারণ নেই৷ করোনা আবহে বাড়িতেই মন ভাল রাখতে পারবেন স্পায়ের মাধ্যমে৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Parlour, #Life Style

আরো দেখুন