Priya Nair: হিন্দুস্তান ইউনিলিভারের ৯২ বছরের ইতিহাসে প্রথম মহিলা CEO
আগামী ১ আগস্ট, ২০২৫ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমান CEO রোহিত জাওয়া ৩১ জুলাই, ২০২৫-এ দায়িত্ব ছাড়বেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০৯: হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের প্রথম নারী CEO হিসেবে প্রিয়া নায়ারের নিয়োগ নিঃসন্দেহে এক যুগান্তকারী ঘটনা! এটি কেবল একটি নিযুক্তি নয়, বরং নেতৃত্বে নারীদের অংশগ্রহণকে কেন্দ্র করে কর্পোরেট জগতের একটি নতুন অধ্যায়ের সূচনা। হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের (HUL) ৯২ বছরের ইতিহাসে প্রথমবার কোনও নারী CEO এবং ম্যানেজিং ডিরেক্টর (MD) নিযুক্ত হলেন। সংস্থার নতুন CEO হলেন প্রিয়া নায়ার। আগামী ১ আগস্ট, ২০২৫ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমান CEO রোহিত জাওয়া ৩১ জুলাই, ২০২৫-এ দায়িত্ব ছাড়বেন।
প্রিয়া নায়ার বর্তমানে Unilever-এর Beauty & Wellbeing বিভাগের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সংস্থার অন্যতম দ্রুত বর্ধনশীল এই বিভাগটির নেতৃত্বে তিনি গ্লোবাল পর্যায়ে সফল হয়েছেন। এই নিয়োগের মাধ্যমে তিনি HUL বোর্ডের সদস্য হবেন এবং Unilever Leadership Executive (ULE)-এর সদস্য হিসেবেও কাজ চালিয়ে যাবেন।
দীর্ঘ ৩০ বছরের অভিজ্ঞতা
১৯৯৫ সালে HUL-এ কর্মজীবন শুরু করেন প্রিয়া নায়ার। ৩০ বছরের পেশাগত জীবনে তিনি Home Care, Beauty & Personal Care-সহ নানা গুরুত্বপূর্ণ বিভাগে নেতৃত্ব দিয়েছেন। ‘Dove’, ‘Rin’ ও ‘Comfort’-এর মতো জনপ্রিয় পণ্যের মার্কেটিংয়ের দায়িত্ব সামলেছেন তিনি। ভারতের বিভিন্ন অঞ্চলে মার্কেটিং ও কাস্টমার ডেভেলপমেন্টেও তাঁর অবদান উল্লেখযোগ্য। ২০২২ সালে Unilever-এর Beauty & Wellbeing বিভাগের গ্লোবাল চিফ মার্কেটিং অফিসার হন তিনি। ২০২৩ সালে হন প্রেসিডেন্ট।
শিক্ষাগত যোগ্যতা
শিক্ষাগত দিক থেকেও প্রিয়া নায়ার উজ্জ্বল। তিনি Sydenham College থেকে B.Com এবং Symbiosis Institute of Business Management থেকে MBA (Marketing) সম্পন্ন করেছেন। Harvard Business School থেকেও বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন।
প্রিয়া নায়ারের নেতৃত্বে HUL যে নতুন উচ্চতায় পৌঁছাবে, তা নিয়েই উত্তেজনা দেখা দিয়েছে কর্পোরেট মহলে।