Radhika Yadav Murder Case: পিতার ভিন্ন স্বীকারোক্তি, ময়নাতদন্তে নয়া মোড়!
এই ঘটনা যেন আমাদের আবারও মনে করিয়ে দেয়, ব্যক্তিগত মানসিক অবস্থা ও সামাজিক চাপ কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১২: দিল্লি ও গুরুগ্রামজুড়ে শোকের ছায়া—বৃহস্পতিবার এক ভয়াবহ ঘটনায় নিজ বাড়িতেই নিহত হন ২৫ বছর বয়সী জাতীয় টেনিস খেলোয়াড় রাধিকা যাদব। পুলিশের FIR অনুযায়ী প্রাথমিকভাবে জানা গিয়েছে, অভিযুক্ত খুনী তাঁর নিজ বাবা দীপক যাদব। গুরুগ্রামের ওই বাড়ির রান্নাঘরে মেয়েকে পিছন থেকে পরপর গুলি চালান তিনি। কিন্তু, ময়নাতদন্ত রিপোর্ট সম্পূর্ণ ভিন্ন এক সত্য তুলে ধরেছে।
পিতার ভিন্ন স্বীকারোক্তি
দীপক যাদবের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। পুলিশ হেফাজতে থাকা দীপক একাধিক বার জেরায় বিপরীত বক্তব্য দিয়েছেন। কখনও বলেছেন, মেয়ের ‘রিল’ বানানো তাঁর অপছন্দ ছিল। কখনও দাবি করেছেন, মেয়ের উপার্জনেই সংসার চলায় সমাজে অপমানিত বোধ করতেন।
ময়নাতদন্তে নয়া মোড়
- রাধিকার শরীরে চারটি গুলির আঘাত পাওয়া গেছে, প্রতিটি সামনের দিকে বুক অঞ্চলে।
- পিছনে কোনও গুলির আঘাত বা বেরিয়ে যাওয়ার চিহ্ন নেই, যা বাবার বক্তব্যের সাথে সম্পূর্ণ বিপরীত।
- গুলি গুলো ইতিমধ্যে অপসারণ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
তবে তদন্তকারীরা দীপকের বয়ানে সন্দেহ প্রকাশ করছেন। রাধিকার এক সহখেলোয়াড় জানিয়েছেন, দীপক নিয়মিত অ্যাকাডেমিতে যেতেন, তাঁকে কখনও উত্তেজিত দেখেননি। ঘটনাকে ঘিরে রয়েছে অনেক প্রশ্ন ও অস্পষ্টতা।
যাই হোক, এক অনন্য প্রতিভার এমন করুণ পরিণতিতে ক্রীড়া জগতে শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনা যেন আমাদের আবারও মনে করিয়ে দেয়, ব্যক্তিগত মানসিক অবস্থা ও সামাজিক চাপ কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে।