Prajakta Koli: TIME100 তালিকায় একমাত্র ভারতীয় প্রাজক্তা

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের (digital content creators) নিয়ে তৈরি এই সূচকে তিনিই একমাত্র ভারতীয়।

July 11, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: ভারতের অন্যতম জনপ্রিয় ইউটিউবার (YouTuber) এবং অভিনেত্রী প্রাজক্তা কোলি – যিনি ‘MostlySane’ নামে ডিজিটাল দুনিয়ায় পরিচিত – সদ্য ঘোষিত ২০২৫ সালের TIME100 Creators List-এ জায়গা করে নিয়েছেন। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের (digital content creators) নিয়ে তৈরি এই সূচকে তিনিই একমাত্র ভারতীয়।

এই তালিকায় রয়েছেন আন্তর্জাতিকভাবে খ্যাতনামা কনটেন্ট ক্রিয়েটররা যেমন – জিমি ডোনাল্ডসন (Jimmy Donaldson) ওরফে Mr. Beast, খাবি লামে (Khaby Lame), কাই সেনাট (Kai Cenat), এবং মোটিভেশনাল স্পিকার মেল রবিন্স (Mel Robbins)।

প্রাজক্তা কোলি শুধু ইউটিউব বা ইনস্টাগ্রামে হাস্যরসাত্মক ভিডিও বানিয়ে থেমে থাকেননি, তিনি বরাবরই সমাজ পরিবর্তনের পক্ষে গলা তুলেছেন। তিনি আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি (International Olympics Committee), রাষ্ট্রপুঞ্জ (United Nations – UN), গেটস্ ফাউন্ডেশন (Gates Foundation), বিশ্ব অর্থনৈতিক ফোরাম (World Economic Forum) এবং কপ সামিটের (COP Summit) মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করেছেন সমাজ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে।

অভিনয়ের দিক থেকেও প্রাজক্তা যথেষ্ট সফল। তিনি অভিনয় করেছেন নেটফ্লিক্সের (Netflix) জনপ্রিয় ওয়েব সিরিজ মিসম্যাচডে (Mismatched), এবং পাশাপাশি বলিউড ছবি যুগযুগ জিয়ো (Jugjugg Jeeyo) এবং নিয়তে (Neeyat) তাঁর উপস্থিতি নজর কেড়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen