Guru Dutt 100: দেশজুড়ে ফের বড় পর্দায় গুরু দত্তের কালজয়ী ছবি

সিনেপ্রেমিকদের সবচেয়ে বেশি আগ্রহী করে তুলেছে পেয়াসা (Pyaasa)। আজকের দর্শকদের কাছেও এই সিনেমার আবেদন অমলিন,

July 11, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২.২০: এই বছর কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক গুরু দত্তের (Guru Dutt) ১০০তম জন্মবার্ষিকী। এই বিশেষ ক্ষণকে স্মরণীয় করে রাখতে, গুরু দত্তের জনপ্রিয় এবং কালজয়ী সিনেমাগুলি র সম্পূর্ণভাবে রিস্টোর্ড (fully restored) সংস্করণ প্রদর্শিত হতে চলেছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে (theatres)।

আগামী ৮ থেকে ১০ই অগাস্ট দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্স (multiplex) চেইন – যেমন PVR, Cinepolis এবং কিছু নির্বাচিত সিঙ্গল স্ক্রিন (single screen) সিনেমা হলে – ছবিগুলি প্রদর্শিত হবে। বাংলা-সহ গোটা দেশের সিনে-রসিকদের জন্য এ এক অনন্য সুযোগ, গুরু দত্তের সিনেমার জাদু আবার বড় পর্দায় উপভোগ করার।

এই বিশেষ তালিকায় যে সিনেমাগুলি রয়েছে – বাজ (Baaz, 1953), আর-পার (Aar-Paar, 1954), মিস্টার অ্যান্ড মিসেস ৫৫ (Mr. & Mrs. ’55, 1955), পেয়াসা (Pyaasa, 1957), এবং চৌধবিন কা চাঁদ (Chaudhvin Ka Chand, 1960)।

সিনেপ্রেমিকদের সবচেয়ে বেশি আগ্রহী করে তুলেছে পেয়াসা (Pyaasa)। আজকের দর্শকদের কাছেও এই সিনেমার আবেদন অমলিন।

এই তালিকায় কাগজ কে ফুলের (Kaagaz Ke Phool) কথা না বললেই নয় – যা মুক্তির সময়ে জনপ্রিয়তা না পেলেও এখন এটিকে এক ট্র্যাজিক মাস্টারপিস (tragic masterpiece) হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে, চৌধবিন কা চাঁদ এক অনন্য দৃষ্টিনন্দন প্রেমকাব্য, যেখানে ভারতীয় সংস্কৃতির মাধুর্য ও আবেগ ধরা পড়ে গভীরভাবে।

গুরু দত্তের সিনেমা শুধু বিনোদন নয় – তা সময়, সমাজ আর মানুষের অন্তর্জগতকে ছুঁয়ে যাওয়া এক শিল্প। নতুন প্রজন্মের দর্শকদের কাছে তাঁর এই পুনরুদ্ধারকৃত কাজগুলো পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen