ভারতীয় ফুটবলে আঁধার সময়! ২০২৫-২৬ মরশুমে স্থগিত ISL! আয়োজক সংস্থার চিঠি ক্লাবগুলিকে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯:০০: ভারতের ঘরোয়া ফুটবলের ভবিষ্যৎ বড়সড় অনিশ্চয়তার মুখে। আইএসএল আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL) স্পষ্টভাবে জানিয়ে দিল, আপাতত স্থগিত রাখা হচ্ছে ২০২৫-২৬ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ। শুক্রবার দেশের প্রথম সারির ক্লাবগুলিকে এক চিঠি পাঠিয়ে জানানো হয়েছে এই সিদ্ধান্ত। পাশাপাশি, এই খবর পাঠানো হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেও (AIFF)।
কেন এই সংকট?
মূল কারণ— FSDL ও AIFF-এর মধ্যে ২০১০ সালে স্বাক্ষরিত ‘মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট’ (MRA)। এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২৫ সালের ৯ ডিসেম্বর। বেশ কিছুদিন ধরেই নতুন করে চুক্তি নিয়ে আলোচনা চললেও কোনও সমাধান হয়নি। এমন পরিস্থিতিতে যদি সেপ্টেম্বর থেকে নতুন মরশুম শুরু হয়, তাও চলাকালীন চুক্তির মেয়াদ ফুরিয়ে যাবে।
বর্তমানে এই বিষয় আদালতের অধীনস্থ। সুপ্রিম কোর্টের নির্দেশে এখনই AIFF নতুন চুক্তি স্বাক্ষর করতে পারবে না, কারণ এখনও ফেডারেশনের সংবিধান চূড়ান্ত হয়নি। নতুন প্রশাসনিক কমিটি গঠিত না-হওয়া পর্যন্ত চুক্তির সিদ্ধান্ত ঝুলেই থাকবে। ফলে, FSDL আপাতত অনির্দিষ্টকালের জন্য আইএসএল আয়োজন স্থগিত রাখল।
ক্লাবগুলির বড় ধাক্কা
এই পরিস্থিতিতে দেশের বড় বড় ক্লাবগুলি প্রবল সংকটে পড়েছে। ইতিমধ্যেই অনেক ক্লাব আসন্ন মরশুমের জন্য ফুটবলারদের সঙ্গে কথা এগিয়ে রেখেছিল। কেউ কেউ চুক্তিও সেরে ফেলেছে। ইস্টবেঙ্গলের মতো ক্লাব ইতিমধ্যেই একাধিক প্লেয়ার সই করিয়েছে। অন্যদিকে, কয়েকটি ক্লাব চুক্তির পর্যায়ে পৌঁছেও এখন থমকে আছে।
যাঁরা ইতিমধ্যেই চুক্তি সেরে ফেলেছেন, তাঁদের ক্ষেত্রেও সমস্যা রয়েছে। আইনি দিক থেকে ‘ফোর্স ম্যাজেউর’ শর্ত দেখিয়ে এই চুক্তি বাতিল হতে পারে।
ভারতীয় ফুটবলের অনুরাগীদের কাছে এই ঘটনা কার্যত দুঃস্বপ্ন। আইএসএল না হলে ঘরোয়া ফুটবলের স্পনসরশিপ, সম্প্রচার স্বত্ব, প্লেয়ার ডেভেলপমেন্ট এবং ক্লাব পরিচালনা—সব ক্ষেত্রেই বিরাট ধাক্কা লাগবে। আপাতত ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ ফের অন্ধকারেই।