Radhika Yadav Murder Case: মেয়ের খুনে ‘নীরব’ মা! আগে থেকেই জানতেন?

পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, জ্বরে আক্রান্ত হয়ে ঘরে বিশ্রামে ছিলেন, তাই কিছুই জানেন না।

July 12, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:২৭: হরিয়ানার টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে পরিকল্পনা করেই খুন করেছেন—এমনই স্বীকারোক্তি তাঁর বাবা দীপক যাদবের। পুলিশকে তিনি জানান, এই অপরাধ নির্বিঘ্নে ঘটাতে ছেলেকে দুধ আনতে পাঠিয়ে দিয়েছিলেন। তারপরেই গুলি চালান মেয়ের উপর। কিন্তু এই ঘটনায় সন্দেহের কেন্দ্রে উঠে আসছেন আরেকজন—রাধিকার মা মঞ্জু যাদব।

ঘটনার সময় তিনি বাড়িতেই ছিলেন। কিন্তু পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, জ্বরে আক্রান্ত হয়ে ঘরে বিশ্রামে ছিলেন, তাই কিছুই জানেন না। অথচ একই দোতলায় চলেছিল গুলির শব্দ, একের পর এক গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ঘটে রাধিকার। তা সত্ত্বেও কোনও আওয়াজ তিনি শুনতে পাননি—এমন দাবি মানতে নারাজ তদন্তকারীরা।

আর‌ও পড়ুন: Radhika Yadav Murder Case: পিতার ভিন্ন স্বীকারোক্তি, ময়নাতদন্তে নয়া মোড়!

গুরুগ্রাম পুলিশের পিআরও সন্দীপ কুমার জানিয়েছেন, দীপকের কাছে জানতে চাওয়া হয়েছিল তাঁর স্ত্রী পুরো ঘটনাটি জানতেন কি না। দীপক স্পষ্ট উত্তর না দিয়ে এড়িয়ে যান। এতে তদন্তকারীদের ধারণা, সম্ভবত ঘটনার আগাম ইঙ্গিত পেয়েছিলেন মঞ্জু যাদব।

পুলিশ এখন মঞ্জুর ভূমিকা খতিয়ে দেখছে। তাঁকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না। পাশাপাশি, ময়নাতদন্তের রিপোর্ট আরও প্রশ্ন তুলেছে—প্রাথমিক অভিযোগ ছিল তিনটি গুলির, কিন্তু রিপোর্টে চারটি গুলির কথা বলা হয়েছে।

এই পরিস্থিতিতে তদন্তকারীদের ধারণা, শুধুমাত্র দীপক নন, রাধিকা খুনের নেপথ্যে পরিবারের আরও সদস্য জড়িত থাকতে পারেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen