CFL 2025-26: কল্যাণীতে পিছিয়ে থেকে ড্র লাল-হলুদের, ৩ পয়েন্ট অধরা ইস্টবেঙ্গলের
৬০ মিনিটে বদলি হিসেবে নামা অনন্থু এবং ৭০ মিনিটের মাথায় প্রভাত লাকরা গোল করে সমতা ফেরায় লাল-হলুদদের পক্ষে
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:২৭: কলকাতা লিগে শনিবার কল্যাণীর মাঠে (Kalyani Stadium) ম্যাচে ২-২ গোলে ড্র করে কাস্টমসের (Customs) সঙ্গে পয়েন্ট ভাগ করে নিল ইস্টবেঙ্গল ( East Bengal)। প্রথমার্ধেই ২ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত ‘কামব্যাক’ করল লাল-হলুদের ছেলেরা। তবে জয় ছিনিয়ে আনার সুযোগ হাতছাড়া হওয়ায় খানিক হতাশ মশাল বাহিনী।
এই ম্যাচ শুরুর আগেই কাস্টমসের পয়েন্ট ছিল তিন ম্যাচে ৭। ইস্টবেঙ্গলের ছিল ২ ম্যাচে ৪ পয়েন্ট। লড়াই যে কঠিন হতে চলেছে তা আগে থেকেই জানা ছিল লাল-হলুদ ফুটবলারদের। কিন্তু কে ভেবেছিল, প্রথমার্ধেই ২ গোল খেয়ে বসবে তাঁরা! ১৮ মিনিটে পেনাল্টি থেকে সৌরভ সেন এবং ২২ মিনিটে শ্লোক তিওয়ারির গোলে এগিয়ে যায় কাস্টমস। প্রথমার্ধে কোনো গোল শোধ করতে পারেনি ইস্টবেঙ্গল, বরং কাস্টমসই আধিপত্য বজায় রেখে ছিল ম্যাচে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বিনো জর্জ দলে একাধিক পরিবর্তন আনেন। এবং এর সুফলও মেলে। ৬০ মিনিটে বদলি হিসেবে নামা অনন্থু জেসিন টিকের বাড়ানো অসাধারণ ক্রস থেকে দুরন্ত হেডে ব্যবধান কমান। এর পরে একের পর এক আক্রমণে কাস্টমসের রক্ষণকে চাপে ফেলে ইস্টবেঙ্গল। কাস্টমস গোলকিপার অর্নেন্দু দত্তর চোট এই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সেই সুযোগকেই কাজে লাগায় জেসিনরা। ৭০ মিনিটের মাথায় ডান দিক থেকে নসিবের পাসে গোল করে সমতা ফেরান প্রভাত লাকরা। এরপর দু’দলই গোলের জন্য মরিয়া ছিল। তবে আর কোনও দল গোল পায়নি ম্যাচে।