অসাধারণ প্রতিভা ছোট্ট ঈশানের! রান্নাঘরে ছেলের কাণ্ড দেখে কী বললেন মা নুসরত?

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবিতে দেখা যাচ্ছে, দুইটি রুটি— যা বানিয়েছে খুদে ঈশান নিজেই!

July 12, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:২৫: ছোট্ট হাতের মিরাকল! মাত্র সাড়ে তিন বছরের ঈশান রুটি বানাচ্ছে! মায়ের মতোই যেন হাতযশ আছে খুদের। অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহানের একমাত্র পুত্র ঈশান শুধু তার মায়ের চোখের মণিই নয়, যেন তাঁর জীবনের কেন্দ্রবিন্দু। ছেলের ছোট ছোট আনন্দ, অগ্রগতি, প্রতিভা— সব কিছুই নিজের মতো করে উপভোগ করছেন নুসরত।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে এমনই এক মিষ্টি মুহূর্ত ভাগ করে নিলেন তিনি। একটি ছবিতে দেখা যাচ্ছে, দুইটি রুটি— যা বানিয়েছে খুদে ঈশান নিজেই! সেই ছবি পোস্ট করে গর্বিত মা লিখেছেন, “যখন তোমার ছেলে রান্না করতে যায়, তুমি শুধু ধন্য বোধ করো।”

খুদের এই রুটি বানানো দেখে নেটিজেনদের একাংশ অবাক, অনেকেই আবার বলেছেন, ঈশান তার মায়ের গুণ পেয়েছে। নুসরত যেমন ছবি আঁকায় পারদর্শী, তেমনই তাঁর রান্নার হাতও চমৎকার— বিরিয়ানি থেকে শুরু করে কেক, নায়িকার তৈরি খাবার সকলেই প্রশংসা করেন।

ঈশানকে জন্মের পর প্রথমদিকে ক্যামেরার আড়ালে রাখলেও, ২০২৪-এ ছেলের তৃতীয় জন্মদিনে তাঁকে প্রকাশ্যে আনেন নুসরত। যদিও সন্তান জন্মের সময় অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। পরে ছেলের জন্ম শংসাপত্রেই স্পষ্ট করে দেন— ঈশানের বাবা অভিনেতা যশ দাশগুপ্ত। আজ সে সব অতীত। এখন নুসরতের জীবন জুড়ে শুধুই ঈশান আর তাঁর ছোট ছোট ‘অলৌকিক’ মুহূর্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen