IND vs END Test: লর্ডসে ‘লর্ড’ রাহুল! চাপের মুখে দুরন্ত সেঞ্চুরিতে গড়লেন রেকর্ড
দ্বিতীয় ভারতীয় হিসেবে ঐতিহাসিক এই ময়দানে দু’টি সেঞ্চুরির নজির গড়লেন তিনি। এর আগে শুধু দিলীপ বেঙ্গসরকর লর্ডসে তিনটি শতরান করেছিলেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩৫: ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে তৃতীয় টেস্টে দুরন্ত সেঞ্চুরি করলেন কেএল রাহুল। দ্বিতীয় ভারতীয় হিসেবে ঐতিহাসিক এই ময়দানে দু’টি সেঞ্চুরির নজির গড়লেন তিনি। এর আগে শুধু দিলীপ বেঙ্গসরকর লর্ডসে তিনটি শতরান করেছিলেন।
৩৮৭ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল ৩ উইকেটে ১৪৫। একপ্রান্তে একের পর এক উইকেট পড়লেও, কেএল রাহুল ধৈর্য ধরে খেলে গেছেন। তৃতীয় দিনের লাঞ্চের পরে শর্ট রান নিয়ে শতরান পূর্ণ করেন তিনি। আগেও, ২০২১ সালে লর্ডসেই করেছিলেন ১২৯ রানের ইনিংস।
রাহুলের শতরানের পরে ভারত পৌঁছায় ২৫৫-তে। তবে সেঞ্চুরি করার পরেই সোয়েব বশিরের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন তিনি। বর্তমানে ভারত এখনও ইংল্যান্ডের থেকে ১৩৩ রানে পিছিয়ে।